<p>জনতা ব্যাংকে অফিসার (রুরাল ক্রেডিট)/আরসি)’ পদে ৩৫১ জন নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার সূচি, কেন্দ্র তালিকা ও সিলেবাস প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দশম গ্রেডের অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যোগ্য বিবেচিত হয়েছেন ৮৪ হাজার ৬৯৪ জন প্রার্থী।</p> <p>যোগ্য প্রার্থীদের ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী প্রিলিমিনারি (এমসিকিউ ) পরীক্ষা হবে ২৮ জুন ২০২৪ (শুক্রবার) সকাল ১০টা থেকে। ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে।<br /> <br /> ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়গুলো হচ্ছে বাংলা (২৫ নম্বর), ইংরেজি (২৫), সাধারণ গণিত ও কোয়ানটেটিভ স্কিলস (২০), সাধারণ জ্ঞান (২০) এবং বেসিক কম্পিউটার নলেজ (১০)।</p> <p>বিস্তারিত : <a href="https://erecruitment.bb.org.bd/career/20240624_bscs_81.pdf" target="_blank">https://erecruitment.bb.org.bd</a></p>