<p>দশম গ্রেডের উপসহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার সূচি ও নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটের এক <a href="https://bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/3ba2eebb_162f_407a_a19c_50dd71d75745/Image_825.pdf" target="_blank">বিজ্ঞপ্তি</a>তে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে ১২ জুন ২০২৪ সকাল ১০টায়। ঢাকার আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে এই পরীক্ষা নেওয়া হবে।</p>