<p>দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডে নিয়োগের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১ জানুয়ারি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত পরীক্ষক ও ১ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত সহকারী পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এমসিকিউ পরীক্ষার ফল পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে (<a href="https://erecruitment.bb.org.bd" target="_blank">https://erecruitment.bb.org.bd</a>)। লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত সময়ে এই সাইটেই জানিয়ে দেওয়া হবে।</p> <p>লিখিত পরীক্ষার জন্য পরীক্ষক পদে ১০৬৫ জন ও সহকারী পদে ২৯৯ জন নির্বাচিত হয়েছেন।</p> <p>বাংলাদেশের ব্যাংকনোট ও সরকারি ডাকটিকিটের প্রধান ছাপাখানা এই প্রতিষ্ঠানটিতে ১৭ ধরনের পদে মোট ৬৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে।</p>