<p>ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত পদ্ধতিতে ৩৩৫৮ পদে নিয়োগে আবেদনের বয়সসীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। ২৬ ডিসেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।</p> <p>বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বয়সসীমা অনুসারে ১ মার্চ ২০২৩ তারিখে যেসব প্রার্থীর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) বয়স সর্বোচ্চ ৩০ বছর এবং যেসব মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হবে, তাঁরা এই তিন পদে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য তারিখ, সময়সীমা ও শর্ত অপরিবর্তিত থাকবে। যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন তাঁদের আবার আবেদন করার প্রয়োজন নেই।</p> <p><strong>কোথায় কত পদ:</strong> ৩ হাজার ৩৫৮ পদের মধ্যে ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে নেওয়া হবে ১ হাজার ৫৯৭ জন অফিসার (সাধারণ)। ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পাবেন ৯৭৪ সিনিয়র অফিসার (সাধারণ)। এছাড়া ৫টি ব্যাংকে অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর) পদে নিয়োগ পাবেন ৭৮৭ জন।</p>