<p>৭ ধরনের পদে ২৩ জন নিয়োগ দেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনসাইট ফায়ার স্টেশনের জন্য ৬ষ্ঠ থেকে ১৩তম গ্রেডে এসব জনবল নেওয়া হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ ডিসেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।</p> <p> </p> <p><strong>পদের বিবরণ :</strong><br /> ১. সহকারী ব্যবস্থাপক (ফায়ার স্টেশন)-১টি।<br /> বেতন: ৬২,৪০০ টাকা (গ্রেড-৮)<br /> শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সেফটি ম্যানেজার কোর্স শিরোনামের প্রশিক্ষণ।<br /> বয়সসীমা: ৩৫ বছর।</p> <p>২. সিনিয়র ফায়ার অফিসার-১টি।<br /> বেতন: ৫২,৮০০ টাকা (গ্রেড-৯)<br /> শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সেফটি ম্যানেজার কোর্স শিরোনামের প্রশিক্ষণ।<br /> বয়সসীমা: ৩২ বছর।</p> <p>৩. ফায়ার সুপারভাইজার-৪টি।<br /> বেতন: ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)<br /> শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স শিরোনামের প্রশিক্ষণ।<br /> বয়সসীমা: ৪০ বছর।</p> <p>৪. ফায়ার লিডার-৫টি।<br /> বেতন: ২৭,৬০০ টাকা (গ্রেড-১৪)<br /> শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশনাল সেফটি কোর্স শিরোনামের প্রশিক্ষণ।<br /> বয়সসীমা: ৩৫ বছর (ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে ৪৮ বছর)</p> <p>৫. সিনিয়র অফিস সহকারী-১টি।<br /> বেতন: ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)<br /> শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি।<br /> বয়সসীমা: ৩৫ বছর।</p> <p>৬. অগ্নিনির্বাপক গাড়িচালক-১০টি।<br /> বেতন: ৩১,২০০ টাকা (গ্রেড-১৩)<br /> শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। ভারী গাড়ি চালনার লাইসেন্সপ্রাপ্তির পর ভারী গাড়ি চালনায় এক বছরের অভিজ্ঞতা।<br /> বয়সসীমা: ৩৫ বছর</p> <p><strong>আবেদন ফি:</strong> ৫০০ টাকা। টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।<br /> <strong>আবেদনের লিংক: </strong><a href="http://npcbl.teletalk.com.bd" target="_blank">http://npcbl.teletalk.com.bd</a></p>