<p>ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯৭৪ জন নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করতে হবে ১৯ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে।</p> <p> </p> <p><strong>পদের নাম :</strong> সিনিয়র অফিসার (সাধারণ) - ২০২২ সালভিত্তিক।<br /> <strong>জব আইডি :</strong> 10201 (আবেদন ফি জমার সময় ব্যবহার করতে হবে)<br /> <strong>কোন ব্যাংকে কত পদ :</strong> সোনালী ব্যাংক পিএলসি ৪১৪টি, জনতা ব্যাংক পিএলসি ১০০টি, অগ্রণী ব্যাংক পিএলসি ২৫০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. ৪০টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ৬৮টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৬০টি, কর্মসংস্থান ব্যাংক ১২টি,<br /> প্রবাসী কল্যাণ ব্যাংক ২০টি ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ১০টি।<br /> <strong>মাসিক বেতন :</strong> জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা মাসিক বেতন স্কেল ও নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।</p> <p> </p> <p><strong>আবেদনের যোগ্যতা :</strong><br /> ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি যোগ্যতা স্লাতক/সাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে ।<br /> খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ/ শ্রেণি থাকতে হবে । গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।<br /> গ. কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না ।</p> <p><strong>আবেদনের লিংক :</strong> <a href="https://erecruitment.bb.org.bd" target="_blank">https://erecruitment.bb.org.bd</a></p>