<p>ক্ষুদ্রঋণ কর্মসূচিতে চাকরির সুযোগ দিচ্ছে এমআরএ সনদপ্রাপ্ত তিনটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) ছয় ধরনের পদে ১৩৩০ জন, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) সাত ধরনের পদে ৪৬০ জন এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক) আট ধরনের পদে ৯৩০ জনকে কাজের সুযোগ দেবে। ন্যূনতম এইচএসসি বা  স্নাতক পাস হলেই করা যাবে আবেদন। কোনো কোনো পদে স্নাতকোত্তর চাওয়া হয়েছে। বেশির ভাগ পদের ক্ষেত্রেই বাস্তব অভিজ্ঞতা দরকার হবে।</p> <p><strong>সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) : </strong>জোনাল ম্যানেজার পদে পাঁচজন নিয়োগ পাবেন। এরিয়া ম্যানেজার দরকার ২৫ জন। জুনিয়র লেভেলের পদে সিনিয়র অফিসার ক্রেডিট (শাখা ব্যবস্থাপক) ১০০ জন নিয়োগ পাবেন। অফিসার ক্রেডিট (সহকারী শাখা ব্যবস্থাপক) দরকার ৩০০ জন। অ্যাসোসিয়েট অফিসার ক্রেডিট (শাখা হিসাবরক্ষক) দরকার ১০০ জন। অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট) পদে  নিয়োগ পাবেন ৮০০ জন। সবগুলো পদেই ছয় মাস শিক্ষানবিশ সময়।<br /> আবেদনের ঠিকানা : পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, মযমনসিংহ রোড, টাঙ্গাইল। আবেদনের শেষ তারিখ ৪ জানুয়ারি ২০২৪।  <br /> বিস্তারিত : www.sss-bangladesh.org</p> <p><strong>ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) : </strong>দিশার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক মো. ফরহাদ হোসেন জানান, জোনাল ম্যানেজার পদে ৫ জন, এরিয়া ম্যানেজার ১৫ জন, শাখা ব্যবস্থাপক ৪০ জন, সহকারী শাখা ব্যবস্থাপক-কাম-হিসাবরক্ষক ১০০ জন, সিনিয়র ক্রেডিট অফিসার, অফিসার ক্রেডিট অফিসার গ্রেড-১ এবং ক্রেডিট অফিসার গ্রেড-২-এ তিন ধরনের পদে ৩০০ জন কর্মী দরকার। সবগুলো পদেই ছয় মাস শিক্ষানবিশ সময়। আবেদনের ঠিকানা : পরিচালক, মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা। আবেদনের শেষ তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৩। বিস্তারিত : www.disabd.org</p> <p><strong>গ্রাম উন্নয়ন কর্ম (গাক) : </strong>প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ পরিচালক ডা. মাহবুব আলম জানান, ঋণ কর্মসূচিতে আমরা সিনিয়র জোনাল ম্যানেজার পদে ৫ জন, এরিয়া ম্যানেজার ২০ জন, সিনিয়র শাখা ব্যবস্থাপক ৩০ জন, শাখা ব্যবস্থাপক ৫০ জন, সিনিয়র ফিল্ড অফিসার ১৫০ জন, ফিল্ড অফিসার ৩০০ জন, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার ৮০ জন,  জুনিয়র ফিল্ড অফিসার ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। সব পদের কর্মীর বেলায় স্থায়ীকরণের পর সংস্থার বিধিমালা অনুসারে বেতন-ভাতা দেওয়া হবে। আবেদনের ঠিকানা: কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া। আবেদনের শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২৪।<br /> বিস্তারিত : www.guk.org.bd</p> <p><strong>বাছাই পরীক্ষা : </strong>নির্ধারিত তারিখের মধ্যে প্রাপ্ত সব আবেদন প্রাথমিক যাচাই-বাছাই করে প্রার্থীদের ডাকা হবে পরীক্ষার জন্য। তিন প্রতিষ্ঠানেই পদভেদে নেওয়া হয় লিখিত ও ভাইভা পরীক্ষা। তবে এন্ট্রি লেভেলের পদগুলোর জন্য এমসিকিউ বা শুধু ভাইভা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, পাজল বা সাধারণ জ্ঞান বিষয়েই প্রশ্ন করা হয়। মিড লেভেলের পদগুলোতে প্রার্থীদের পূর্বের কাজের দক্ষতা, আইটি সম্পর্কিত কাজ, যেমন এমএস এক্সেল, ই-মেইল, ইন্টারনেটসহ দরকারি বিষয়ে অবশ্যই দক্ষতা আবশ্যক। মিড লেভেলের পদগুলোতে সবচেয়ে বেশি দেখা তথ্য-প্রযুক্তি জ্ঞান ও পূর্বের কাজের পেশাদারি অভিজ্ঞতা।  </p> <p><strong>বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা : </strong>নিয়োগপ্রাপ্ত কর্মীদের সংস্থার নিজস্ব বেতন কাঠামো অনুসারে মাসিক বেতন দেওয়া হয়। বেতনের বাইরে প্রতিষ্ঠানভেদে ইনসেনটিভ, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দূরত্ব ভাতা, বৈশাখী ভাতা., স্বাস্থ্য অনুদান, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়।</p>