<p>অফিস সহায়ক পদে ৪০ জন নিয়োগ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক। ২০তম গ্রেডের এই পদটিতে চাকরির জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের সময়সীমা ২৩ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত।</p> <p> </p> <p><strong>যোগ্যতা: </strong>এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।<br /> <strong>বয়সসীমা: </strong>১৮ থেকে ৩০ বছর। তবে প্রতিবন্ধী ও বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।<br /> <strong>বেতন স্কেল:</strong> ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)</p> <p><strong>আবেদন ফি:</strong> অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।</p> <p><strong>নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক:</strong> <a href="http://pkb.teletalk.com.bd" target="_blank">http://pkb.teletalk.com.bd</a></p>