kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

আপনি যা জানতে চেয়েছেন

চার রাকাতের তৃতীয় রাকাতে সালাম ফেরালে করণীয়

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রশ্ন : মাঝেমধ্যে আমরা ভুলবশত চার রাকাতবিশিষ্ট নামাজের তৃতীয় রাকাত পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলি। বিষয়টি তাৎক্ষণিক মনে পড়ে গেলে কী করণীয়? আবুল কালাম, নারায়ণগঞ্জ

উত্তর : কোনো নামাজি ব্যক্তি তিন রাকাত পড়ে সালাম ফেরানোর পর তাঁর দুটি অবস্থা হতে পারে। এক. তিনি সালাম ফেরানোর পর নামাজপরিপন্থী কোনো কাজ সংঘটিত করেছেন। দুই. তিনি সালাম ফেরানোর পর নামাজপরিপন্থী কোনো কাজে লিপ্ত হননি। যদি সালাম ফেরানোর পর কোনো নামাজপরিপন্থী কাজে লিপ্ত হওয়ার আগে স্মরণ হয়ে যায় এবং তিনি অবশিষ্ট রাকাত পড়ে সিজদায়ে সাহু দেন, তাহলে তাঁর নামাজ আদায় হয়ে যাবে। অন্যথায় ওই নামাজ পুনরায় পড়তে হবে। (ফাতাওয়ায়ে ফকিহুল মিল্লাত, ৪/২০৪)

মন্তব্যসাতদিনের সেরা