<p>বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হঠাৎ উধাও হয়ে গেছে। ব্যবহার করা যাচ্ছে না মেসেঞ্জারসহ ফেসবুকনির্ভর অন্য সেবাও। আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে একযোগে ফেসবুক লগ-আউট হয়ে যায় বলে অনেকে জানিয়েছেন।</p> <p>হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন বিপাকে পড়েছেন। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।</p> <p>ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই তাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায়। পরে তারা লগ ইন করতে গিয়ে সমস্যায় পড়েন।</p>