ইলন মাস্ক
ইলন মাস্কের হাত ধরে টুইটারে চালু হচ্ছে এডিট বাটন। এটি যুক্ত হলে টুইট পোস্ট থাকা ভুল ক্রটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আগামী কয়েক মাসের মধ্যেই এডিট বাটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করবে টুইটার।
চলতি সপ্তাহেই টুইটারের সবচেয়ে বড় অংশের শেয়ার কিনে টুইটারের পরিচালনা পর্ষদের সদস্য হয়ে যান ইলন মাস্ক।
বিজ্ঞাপন
এ বিষয়ে টুইটারের কমিউনিকেশন টিম জানিয়েছে, টুইটার ব্ল– ল্যাব পরীক্ষা করে দেখছে কীভাবে এই বাটন কাজ করে এবং আরও কীভাবে এটির প্রয়োজনীয়তা বাড়ানো সম্ভব। সাবস্ক্রিপশনভিত্তিক সেবা টুইটার ব্লু’র ব্যবহারকারীরা এডিট বাটন ফিচারটি সবার আগে ব্যবহারের সুযোগ পাবেন।
এডিট বাটন যুক্ত হলে টাইপ করার সময় অসাবধানতায় ঘটা ভুল ঠিক করা যাবে। পোস্ট ডিলিটের প্রয়োজন হবে না বলে রিপ্লাইগুলোও থেকে যাবে। দীর্ঘদিন ধরেই এডিট বাটন রাখার দাবি জানিয়ে আসছিলেন টুইটার ব্যবহারকারীরা।
সূত্র : বিবিসি