গাড়ি ও রকেট বানিয়েই ক্ষান্ত দিচ্ছেন না ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী এই প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী এবার সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরিরও চিন্তা-ভাবনা করছেন।
টুইটারে তিনি বেশ নিয়মিত। সেখানে ব্যবহারকারীদের জন্য একটি নির্বাচনের ব্যবস্থা করেন।
বিজ্ঞাপন
শুক্রবার টুইট পোস্টে তিনি প্রশ্ন রাখেন―টুইটার মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক নীতি কঠোরভাবে মেনে চলে কি না। পরের টুইটে লেখেন, এই প্রশ্নের ফলাফল বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্লিজ, ভেবেচিন্তে ভোট দিন।
ইলন মাস্কের প্রশ্নের জবাবে ৭০ ভাগ ভোটদাতা ‘না’-এর ঘরে ক্লিক করেন।
এরপর এক টুইটার ব্যবহারকারী সরাসরি মাস্ককে ট্যাগ করে জানতে চান তিনি আরেকটি প্ল্যাটফর্ম খোলার ব্যাপারে ভাবছেন কি না। তিনি এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করতে চান কি না, যেখানে এক পক্ষীয় তথ্য প্রকাশ করে মানুষের মতাদর্শ গঠন বা পরিবর্তনের চেষ্টা করা হবে না, ওপেন সোর্স অ্যালগরিদম থাকবে এবং মত প্রকাশের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হবে।
এ প্রশ্নের জবাবে ইলন মাস্ক লেখেন, তিনি এ বিষয়ে সত্যিই গভীরভাবে চিন্তা-ভাবনা করছেন।
টুইটারে ইলন মাস্কের অনুসারীর সংখ্যা সাত কোটি ৯২ লাখ। এর মধ্যে ভোট দেন ২০ লাখ ৩৫ হাজার ৯২৪ অনুসারী।
সূত্র : রয়টার্স