নানা রকম ড্রোন তো দেখতেই পাওয়া যায়। সেসব ড্রোনের উড়ার জন্য দরকার বিশাল আকাশের। মশার আকারের মাইক্রো এরিয়াল ড্রোনের কিন্তু সেই বাধ্যবাধকতা নেই। সেই চিন্তা থেকেই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির এক দল গবেষক তৈরি করেছেন এমনই এক রোবট।
বিজ্ঞাপন