এ বছরও থাকছে করোনার প্রভাব
বছরের শুরুতেই বাতিল হলো ‘কনজিউমার ইলেকট্রনিকস শো’ বা ‘সিইএস’। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রতিবছরের শুরুতে এই প্রযুক্তির মিলনমেলা অনুষ্ঠিত হলেও কভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এ বছরের আয়োজনটি বাতিল করা হয়েছে। শুধু অনলাইনে স্ট্রিমিং করেই সিইএসের প্রদর্শকরা নিজেদের নতুন সব প্রযুক্তিপণ্য ও সেবা তুলে ধরতে পারবেন—এমনটাই বলেছেন সিইএসের আয়োজকরা। ফলে বেশ কিছু কম্পানিও এবারের সিইএস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
কেমন হবে ২০২২ সালের টেক দুনিয়া?
- চলে এলো আরেকটি নতুন বছর। নতুন বছরের শুরুতেই প্রযুক্তিপ্রেমীদের মনে প্রশ্ন জাগে, সামনে কি কি চমক আসতে যাচ্ছে? যেসব পণ্য আসছে সেগুলো কি গতানুগতিকই হবে, নাকি নতুন কিছু যোগ হবে তাতে? আর কেমনই বা হবে ২০২২ সালের প্রযুক্তি ট্রেন্ড? খোঁজখবর নিয়েছেন এস এম তাহমিদ
অনলাইন ডেস্ক

কাটছে না চিপ সংকট
টানা তৃতীয় বছরের মতো চলমান থাকবে চরম চিপ সংকট। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কম্পানির (টিএসএমসি) একটি বড় কারখানা গত বছরের অক্টোবরে পুড়ে যাওয়ায় বছরের শেষে সংকট আরো প্রকট হয়ে ওঠে। একই সঙ্গে রয়েছে ৭ ও ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে তাদের মনোপলি। সব চিপ নির্মাতা প্রতিষ্ঠানই টিএসএমসির শিডিউল খালি হওয়ার জন্য অপেক্ষা করছে।
কোয়ালকম ও মিডিয়াটেকের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর
প্রতিবছর নানা কম্পানির অগণিত মডেলের স্মার্টফোন বাজারে হাজির হলেও তাদের কেন্দ্র থাকে একই—সে বছরের সেরা কোয়ালকম বা মিডিয়াটেক প্রসেসর। মিডিয়াটেক কিছু বছর আগেও ফ্ল্যাগশিপ বা উচ্চ-মাঝারি মানের ফোনে দেখা না গেলেও চলমান চিপ সংকটের ফলে বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে। এ বছর কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর হতে যাচ্ছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১। নতুন সিপিউটিতে থাকছে উচ্চগতির ৫জি নেটওয়ার্ক এবং ওয়াই-ফাই-৬ই মানের মডেম, যার মাধ্যমে ফোনে তারহীনভাবেই ব্যবহারকারীরা ১০ গিগাবাইট পর্যন্ত গতির ইন্টারনেট সুবিধা পাবেন। স্ন্যাপড্রাগন সাইট নামের একটি অত্যন্ত শক্তিশালী ইমেজ প্রসেসরও থাকছে এতে। ফলে বর্তমান ক্যামেরা হার্ডওয়্যারেও তিন গুণ বেশি মানসম্মত ছবি পাওয়া যাবে বলে জানা গেছে। সিপিইউ কোর থাকছে ৮টি, যার আর্কিটেকচার কর্টেক্স এক্স২, এ৭১০ এবং এ৫১০ মিশ্রিত ক্রাইয়ো মডেলের, গতি হবে ৩ গিগাহার্জ পর্যন্ত। জিপিইউ থাকছে এড্রিনো ৭৩০। এবারের জিপিইউতে রে-ট্রেসিং প্রযুক্তি থাকার কথা রয়েছে। মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ হতে যাচ্ছে ডাইমেনসিটি ৯০০০। এতেও উচ্চমানের তারহীন ইন্টারনেট প্রযুক্তি, শক্তিশালী ইমেজ প্রসেসর, মালি জি৭১০ ১০ কোর জিপিইউ এবং কর্টেক্স এক্স২ প্রযুক্তির অক্টাকোর সিপিইউ থাকবে। দুটি কম্পানিরই সিপিইউ তৈরি হবে ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে। ফলে এ বছর কোয়ালকম আর মিডিয়াটেকের মধ্যে ব্যবধান কমে আসবে অনেকটাই।
ব্যবহারকারীদের হাতে ডিডিআর৫ র্যাম
অবশেষে ২০২১ সালের শেষভাগে ব্যবহারকারীদের হাতে পৌঁছাতে শুরু করেছে ডিডিআর৫ প্রযুক্তির র্যাম। ইন্টেলের ১২তম প্রজন্মের কিছু সিপিইউ এবং এএমডি রাইজেন ৬০০০ সিরিজের সঙ্গে ডিডির৫ র্যাম ব্যবহার করা যাবে, কিন্তু এটি মাত্র শুরু। দ্রুতই সামনের দিনগুলোতে ৬০০০-৭০০০ মেগাহার্জ গতির ৬৪ গিগাবাইট বা আরো বেশি পরিমাণ র্যামযুক্ত ডেস্কটপ ও ল্যাপটপ হয়ে যাবে মূলধারার, যেভাবে ডিডিআর৩ থেকে ৪-এ আসার ফলে ৪ গিগাবাইট র্যামের বদলে ৮ এবং ৮-এর বদলে ১৬ গিগাবাইট হয়েছে স্ট্যান্ডার্ড। উচ্চগতির র্যাম ও এসএসডি ব্যবহারের ফলে পিসির সবচেয়ে বড় সমস্যা, ডাটা লোড ও সেভের জন্য ব্যয় করা বাড়তি সময় যাবে কমে। ফলে বাফার বা ক্যাশের প্রয়োজন হবে না। এ প্রযুক্তির সুফল সবচেয়ে বেশি পাবেন মিডিয়া নিয়ে কাজ করা প্রফেশনালরা, যেমন ভিডিও ক্যাপচার ও এডিটিং, থ্রিডি মডেলিং ও ভিজ্যুয়াল ইফেক্ট নিয়ে যাঁরা কাজ করেন। তবে যাঁরা এখন ডিডিআর৪ সিস্টেম কিনছেন তাঁদের ভয় নেই, শিগগিরই বাতিল হচ্ছে না এ প্রযুক্তি।
জিপিইউ বাজারে ক্রিপ্টোর প্রভাব কমবে
বহুদিন ধরেই ইথেরিয়াম ফাউন্ডেশন বলে আসছে জিপিইউর ওপর তাদের নির্ভরতা কমানো হবে, ২০২১ সালের শেষভাগে সেটি নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করেছেন তাঁরা। এ বছর সে পদক্ষেপগুলোর সুফল ধীরে ধীরে জিপিইউ বাজারে দেখা যাবে। জিপিইউ দিয়ে যাঁরা বড় বড় মাইন তৈরি করেছিলেন তাঁদের লাভের পরিমাণ কমে যাবে প্রায় অর্ধেক, ফলে ক্রিপ্টোর জন্য জিপিইউ ব্যবহারে কমে যাবে আগ্রহ। অবশেষে গেমার ও পেশাদারদের হাতে পৌঁছাতে পারে জিপিইউ, তবে চিপ সংকটের মাঝে দাম কতটা কমবে তা বোঝা যাচ্ছে না। তবে মাইনিং যদি হয়ে পড়ে অলাভজনক, বাজারে প্রচুর মাইনিংয়ে ব্যবহৃত জিপিইউ পাওয়া যেতে পারে—এমনটা এর আগেও ঘটেছিল। সে ক্ষেত্রে ক্রেতাদের ব্যবহৃত জিপিইউ কেনার ব্যাপারে হতে হবে আরো সতর্ক।
আরো দ্রুতগামী এসএসডির আগমন
স্যামসাং তাদের নতুন পিসিআই-এক্সপ্রেস ৫ ভিত্তিক এসএসডি সম্প্রতি উন্মোচন করেছে। নতুন এসএসডির গতি বর্তমান পিসিআই-ই জেন-৪ এসএসডির প্রায় দ্বিগুণ, আর পাওয়ার ব্যবহার করবে বর্তমানের চেয়ে ৩০ শতাংশ কম। এতে রিড স্পিড পাওয়া গেছে প্রতি সেকেন্ডে ১৩ গিগাবাইট এবং রাইট স্পিড প্রতি সেকেন্ডে ৬.৭ গিগাবাইট। র্যান্ডম আইওপিএস ২.৫ লাখেরও বেশি করা যাবে প্রতি সেকেন্ডে। পিসিআই-ই জেন-৫ এসএসডির যাত্রা স্যামসাংয়ের হাত ধরে শুরু হলেও সামনে অন্যান্য কম্পানির এসএসডির দেখা মিলবে, সন্দেহ নেই। শুরুতে শুধু ওয়েব হোস্টিং এবং ডাটা সেন্টারের জন্য এসএসডিগুলো তৈরি করা হলেও দ্রুতই সাধারণ ব্যবহারকারীদের হাতেও পৌঁছতে শুরু করবে এ প্রযুক্তি।
মেটাভার্সের বিস্তার
ফেসবুকের ভার্চুয়াল দুনিয়া বা ‘মেটাভার্স’-এর সঙ্গে কাজ করায় আগ্রহ প্রকাশ করেছে অনেক প্রযুক্তি কম্পানি, বিশেষ করে যারা ভার্চুয়াল কনফারেন্স ও এক্সিবিশন করে থাকে, যেমন ‘সনি কম্পিউটার এন্টারটেনমেন্ট’, ‘দ্য আর্ডেন ইনস্টিটিউট’, ‘স্টেট অর প্লে’-এর মধ্যেই মেটাভার্সের সঙ্গে সংযুক্ত হয়েও গেছি। মেটা তাদের নতুন অকিউলাস হেডসেট এ বছরের শেষে প্রচুর ইউনিট বিক্রিও করেছে, যার প্রমাণ অ্যাপল অ্যাপ স্টোরের টপ লিস্টের একেবারে ওপরে রয়েছে অকিউলাস অ্যাপ অর্থাৎ এবারের বড়দিনে প্রচুর ক্রেতা প্রিয়জনদের উপহার দিয়েছেন মেটাভার্সের চাবিকাঠি এই হেডসেট। এ বছর মেটাভার্সের অগ্রযাত্রার প্রথম অংশ এরই মধ্যে হাজির হয়ে গেছে, যুক্তরাষ্ট্র ও কানাডার অভিবাসীরা হরাইজনস অ্যাপের মাধ্যমে নিজেদের অ্যাভাটার তৈরি করে মেটাভার্সের প্রথম ব্যবহারকারীদের সঙ্গে নতুন দুনিয়া ঘুরে দেখতে পারছেন।
স্পেসএক্সের স্টারশিপ
৫ বছরেরও বেশি সময় ধরে একসঙ্গে ১ লাখ কেজি ওজন মহাশূন্যে নিয়ে যাওয়ার মতো তৈরি যান নিয়ে কাজ করছে স্পেসএক্স। এ বছর সেটি প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠানোর পরিকল্পনা করছে তারা। যদি সফল হয়, তাইলে স্টারশিপ হবে মানব ইতিহাসের সবচাইতে বড় মহাকাশযান। এর সবচাইতে বড় সুবিধা—রকেট ইঞ্জিন এবং মূল কেবিন দুটোই পুনঃব্যবহারযোগ্য। এতে করে মহাকাশে বড় জিনিস পাঠানোতে খরচ আসবে কমে। আগামীতে স্টারশিপের মাধ্যমেই মঙ্গলে মানুষ পাঠানোর কথাও ভাবছে নাসা ও স্পেসএক্স।
সম্পর্কিত খবর

টিকটকের বিরুদ্ধে ইউরোপীয়দের তথ্য চীনে সংরক্ষণের অভিযোগ
অনলাইন ডেস্ক

টিকটক ইউরোপীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চীনে সংরক্ষণ করেছে বলে স্বীকার করার পর, ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো কম্পানিটির বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে।
ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি), যা ইউরোপীয় ইউনিয়নে তথ্য গোপনীয়তা তদারকি করে। তারা জানায় যে, টিকটক স্বীকার করেছে ‘সীমিত সংখ্যক ইইএ (ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল) ব্যবহারকারীর ডেটা চীনে সংরক্ষিত হয়েছিল।
এটি পূর্বের তদন্তে দেওয়া টিকটকের বক্তব্যের বিপরীত, যেখানে তারা বলেছিল ইউরোপীয় ব্যবহারকারীর তথ্য চীনে সংরক্ষিত নয়, বরং শুধু চীনের কর্মীরা দূরবর্তীভাবে এই তথ্য অ্যাক্সেস করে।
পরবর্তীতে টিকটক তাদের অবস্থান বদলে জানায়, কিছু তথ্য আসলে চীনের সার্ভারে সংরক্ষিত ছিল। তখন ডিপিসি জানায়, তারা এই বিষয়ে আরও পদক্ষেপ নেবে। এই ঘটনার ফলস্বরূপ ডিপিসি এখন টিকটকের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র : এবিসি।

গ্রাহককেন্দ্রিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলালিংক
অনলাইন ডেস্ক

গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মাধ্যমে নিজেদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। দুই দশকের যাত্রায় ডিজিটাল বৈষম্য হ্রাসে এবং উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে দেশজুড়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি।
উদযাপনের অংশ হিসেবে দীর্ঘদিন বাংলালিংকের সঙ্গে রয়েছেন এমন গ্রাহকদের সম্মান জানাতে নানা উদ্যোগ গ্রহণ করে অপারেটরটি। যার মধ্যে রয়েছে- ভ্রমণের সুযোগসহ বিশেষ অফার।
রবিবার (১৩ জুলাই) এর ধারাবাহিকতায় ২০ বছর পূর্তিতে গ্রাহকদের নিয়েই নানা আয়োজন করে বাংলালিংক।
গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ নিজেদের সবচেয়ে পুরোনো গ্রাহক ও তাদের প্রিয়জনদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমণের যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। সেখানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের আনন্দঘন সময় কাটান গ্রাহকেরা এবং বাংলালিংকের সঙ্গে নিজেদের যাত্রার স্মৃতিচারণা করেন।
উদযাপন এখানেই থেমে থাকেনি। বাংলালিংকের কর্মীরা গ্রাহকদের ফোন করে তাদের দীর্ঘদিনের আস্থা ও বাংলালিংকের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি, বাংলালিংকের প্রতিনিধিরা কিছু গ্রাহকের সঙ্গে সরাসরি দেখা করেছেন।
বাংলালিংকের ২০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘আমাদের সবকিছুর কেন্দ্রে রয়েছেন আমাদের গ্রাহকেরা। বাংলালিংকের দুই দশকের এই যাত্রা আমাদের গ্রাহকদের আস্থা, ভালোবাসা এবং ভবিষ্যতের পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিফলন। এ মাইলফলক শুধুমাত্র বাংলালিংকের প্রবৃদ্ধির যাত্রাই নয়, বরং এটি একটি সম্মিলিত অগ্রযাত্রা ও সম্ভাবনার গল্প।

২০৪৫ সালের মধ্যে ৩ পেশা বাদে সবাই চাকরি হারাবে : গবেষক
অনলাইন ডেস্ক

এআই গবেষণায় উন্নতির সূচনালগ্ন থেকেই অনেকেই এমন আশঙ্কা করে আসছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি তাহলে সবার চাকরি কেড়ে নেবে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্য বলছেন এআই গবেষকরা। এক এআই গবেষকের দাবি, ২০৪৫ সালের মধ্যেই মানুষের প্রায় সব কাজই কেড়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে থেকে যাবে তিনটি কাজ।
অ্যাডাম ডর নামের ওই বিশেষজ্ঞ ‘দ্য গার্ডিয়ান’-এর সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, আগামী ২০ বছরের মধ্যে সব চাকরি হারাতে হবে।
ডরের হুঁশিয়ারি, ভাবতে পারেন এমন যন্ত্র ইতোমধ্যেই চলে এসেছে।
এদিকে এআই এর গডফাদার খ্যাত জিওফ্রে হিন্টন এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যে ব্যাপকভাবে বেড়েছে, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের দাবি, এর জেরে চাকরির বাজারে সংকট তৈরি হবে এটা ঠিক, তবে তার সঙ্গে চাকরির বিকল্প রাস্তাও খুলে যাবে, এটাও অস্বীকার করার জায়গা নেই।
সূত্র : সংবাদ প্রতিদিন

ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেনএআইয়ের যে ব্রাউজার, কবে আসছে
অনলাইন ডেস্ক

চ্যাটজিপিটির তৈরিকারক প্রতিষ্ঠান ওপেনএআই নিয়ে আসছে নতুন ব্রাউজার। এআই চালিত এই ওয়েব ব্রাউজার লঞ্চ হওয়ার পূর্বেই গুগলের অন্যতম দাপুটে ব্রাউজার ক্রোমের বিরুদ্ধে বড়সড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে। ব্রাউজারটি শুধু সার্ফিংয়ের অভিজ্ঞতাই বদলে দেবে না, বরং ব্যবহারকারীর পক্ষ থেকে নানা কাজ নিজে থেকেই করতে পারবে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই এই ব্রাউজার বাজারে আসতে চলেছে বলে জানিয়েছে তিন ঘনিষ্ঠ সূত্র।
বিশ্বজুড়ে ৩ বিলিয়নেরও বেশি মানুষ বর্তমানে গুগল ক্রোম ব্যবহার করেন। ব্রাউজারটি গুগল প্যারেন্ট কম্পানি অ্যালফাবেট-এর বিজ্ঞাপন ব্যবসার একটি বড় অংশ। কারণ, ক্রোম ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে টার্গেটেড বিজ্ঞাপন দেখাতে সাহায্য করে, যা কম্পানির রাজস্বের প্রায় তিন-চতুর্থাংশ।
কেমন হবে এই ব্রাউজার
সূত্র জানিয়েছে, ওপেনএআই-এর এই ব্রাউজার তৈরি হচ্ছে গুগলেরই ওপেন সোর্স প্ল্যাটফরম ক্রোমিয়ামের ওপর ভিত্তি করে। একই প্ল্যাটফরম ব্যবহার করে তৈরি হয় মাইক্রোসফট এজ এবং অপেরা মতো অন্যান্য ব্রাউজারও। নতুন ব্রাউজারে কম্পানিটির এআই এজেন্ট যেমন ওপারেটরকে সরাসরি কাজে লাগাতে পারবে। যা ব্যবহারকারীর হয়ে ফর্ম পূরণ করা, রিজারভেশন বুক করা কিংবা ই-মেইল লেখা—এই ধরনের কাজ করে দিতে পারবে।
গত বছর মার্কিন আদালত গুগলের বিরুদ্ধে অনলাইন সার্চে অবৈধ একচেটিয়া দখলের অভিযোগে রায় দিয়েছিলেন। মার্কিন বিচার বিভাগ ক্রোম বিক্রি করার নির্দেশনা দেওয়ার কথা জানায়। যদিও গুগল সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে চায়। এমন সময়ে ওপেনএআই-এর নিজস্ব ব্রাউজার আনার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, ওপেনএআই ইতোমধ্যেই অ্যাপলের প্রাক্তন ডিজাইন প্রধান জনি ইভ-এর এআই ডিভাইস স্টার্ট-আপ ‘আইও’ কিনে নিয়েছে।
সূত্র : দ্য ওয়াল