kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

বিশ্বে প্রতি জিবি মোবাইল ডাটার দাম ৪ ডলার

টেক প্রতিদিন ডেস্ক    

৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৩০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বে প্রতি জিবি মোবাইল ডাটার দাম ৪ ডলার

করোনা মহামারির কারণে বিশ্বে গত এক বছরে মোবাইল ডাটা ট্রাফিক বেড়েছে ৬৮ শতাংশ। ২০২১ সালের প্রথম প্রান্তিকে যা হয় ৬৬ এক্সাবিট (৬৬ মিলিয়ন টেরাবাইট)। যার ৭৩ শতাংশ হয়েছে অ্যানড্রয়েড ডিভাইসে এবং ২৬.৩ শতাংশ আইওএস ডিভাইসে। গত জুলাই মাসের হিসাব দিয়ে এ তথ্য তুলে ধরেছে স্টক অ্যাপস। 

প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে বিশ্বে গড়ে এক জিবি মোবাইল ডাটার দাম ৪.০৭ ডলার। এ জন্য সবচেয়ে বেশি খরচ করতে হয় গ্রিকদের, প্রতি জিবিতে ৮.১৬ ডলার। আর সবচেয়ে কম খরচ দিতে হয় ইসরাইলে, প্রতি জিবি ০.০৫ ডলার। এ ছাড়া ইতালিতে প্রতি জিবির মূল্য ০.২৭ ডলার, রাশিয়ায় ০.২৯ ডলার, যুক্তরাষ্ট্রে ৩.৩৩ ডলার ও যুক্তরাজ্যে দিতে হয় ১.৪২ ডলার। 

স্টক অ্যাপস জানায়, বিশ্বজুড়ে গত এক বছরে নতুন মোবাইল ফোন ব্যবহারকারী বেড়েছে ১১৭ মিলিয়ন। জুলাইয়ের ডাটা অনুযায়ী, বর্তমান বিশ্ব জনসংখ্যার ৬৭ শতাংশ বা ৫.৩ বিলিয়ন মানুষ অন্তত একটি মোবাইল ফোনের মালিক। গত বছর মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে এগিয়ে ছিল ইউরোপ। এ অঞ্চলের ৮৬ শতাংশ মানুষের মোবাইল ফোন আছে। এ ছাড়া চীন, হংকং, মেকাও এবং তাইওয়ানে ৮৩ শতাংশ মানুষের মোবাইল ফোন আছে। 

সূত্র : জিএসএমএরিনা।সাতদিনের সেরা