kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

নির্বাচন, অ্যালকোহল ও জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ করবে ইউটিউব

টেক প্রতিদিন ডেস্ক    

১৬ জুন, ২০২১ ১১:২৯ | পড়া যাবে ১ মিনিটেনির্বাচন, অ্যালকোহল ও জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ করবে ইউটিউব

নিজেদের হোম পেজে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে বেশ ভালো অঙ্কের অর্থই আয় করে ইউটিউব। এই সুযোগ নিয়ে অনেক বিজ্ঞাপনদাতা নির্বাচন, অ্যালকোহল, প্রেসক্রাইব করা ওষুধ ও জুয়ার বিজ্ঞাপন দিয়ে থাকে। সোমবার জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, এই ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করবে তারা।

অন্যান্য বিজ্ঞাপনের পাশাপাশি এই বিজ্ঞাপনগুলোও ইউটিউবের ওয়েবসাইট এবং অ্যাপের ওপরে মাস্ট হেড হিসেবে প্রদর্শিত হয়ে থাকে। নিজেদের ঘোষণা অনুযায়ী, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইউটিউবের মাস্ট হেডে নির্বাচন, অ্যালকোহল ও জুয়াসংক্রান্ত বিজ্ঞাপন আর দেখা যাবে না।

এক বছরেরও কম সময়ের মধ্যে মাস্ট হেড নীতিতে দ্বিতীয়বারের মতো পরিবর্তন আনতে যাচ্ছে ইউটিউব।
সূত্র : সিএনএনসাতদিনের সেরা