kalerkantho

বুধবার । ২ আষাঢ় ১৪২৮। ১৬ জুন ২০২১। ৪ জিলকদ ১৪৪২

বাংলাদেশে তৈরি ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম

বৈঠক প্ল্যাটফর্মে আসিয়ান অঞ্চলের রাষ্ট্রদূতদের সাথে পররাষ্ট্র সচিবের মতবিনিময়

অনলাইন ডেস্ক   

৭ জুন, ২০২১ ২১:২১ | পড়া যাবে ১ মিনিটেবৈঠক প্ল্যাটফর্মে আসিয়ান অঞ্চলের রাষ্ট্রদূতদের সাথে পররাষ্ট্র সচিবের মতবিনিময়

বাংলাদেশে তৈরি ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম “বৈঠক”-এর মাধ্যমে আসিয়ান অঞ্চলের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাই কমিশনারদের সাথে ৭ জুন ২০২১ তারিখে সমসাময়িক বিষয়াবলীর ওপর একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন সভায় সভাপতিত্ব করেন।

আসিয়ান অঞ্চলের আটটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাই কমিশনারগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উক্ত ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন তার বক্তব্য বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষা ও বিশেষভাবে আসিয়ান অঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত/হাই কমিশনারদের বিশেষভাবে  উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তিনি রাষ্ট্রদূত/হাই কমিশনারগণকে চলমান বৈশ্বিক মহামারী এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি অব্যাহত রাখতে উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে কার্যক্রম গ্রহণের জন্য আহ্বান জানান।

প্রায় তিন ঘন্টাব্যাপী মতবিনিময় সভাটি “বৈঠক” প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়।সাতদিনের সেরা