kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

পুরনো আইফোন বদলে নেওয়া যাবে ১২ এবং ১২ প্রো

অনলাইন ডেস্ক   

১৭ ডিসেম্বর, ২০২০ ১০:১৫ | পড়া যাবে ১ মিনিটেপুরনো আইফোন বদলে নেওয়া যাবে ১২ এবং ১২ প্রো

দেশের বাজারে অ্যাপল ইনকরপোরেশনের আইফোন ১২ এবং ১২ প্রো নিয়ে এসেছে এক্সিকিউটিভ মেশিনস। সম্প্রতি এক বিবৃতিতে আইফোন ১২ এবং ১২ প্রো চালুর বিষয়টি নিশ্চিত করেন এক্সিকিউটিভ মেশিনসের পরিচালন বিভাগের পরিচালক আবদুল মতিন। আইফোনের পুরনো গ্রাহকদের জন্য ‘অদল বদল’ অফার ঘোষণা দিয়েছে স্থানীয় পরিবেশক। এই অফারের আওতায় পুরনো আইফোন জমা দিয়ে আইফোন ১২ এবং ১২ প্রো কিনতে বিশেষ ছাড় পাওয়া যাবে। এক বছরের ওয়ারেন্টি দেওয়া হবে আইফোনের ক্ষেত্রে। 

দুটি ফোনের পর্দা ৬.১ ইঞ্চি এবং ২৫৩২ গুন ১১৭০ পিক্সেলের ক্যামেরা রেজল্যুশনে ৪৬০ পিপিআই মাত্রায় ছবি তুলবে পণ্য দুটি। আইফোন ১২ প্রোতে তারহীন চার্জ দেওয়ার সুবিধা নিয়ে এসেছে অ্যাপল। আইফোন ১২ এর ৬৪ গিগাবাইট মেমোরির মূল্য এক লাখ ১৭ হাজার ৯৯৯ টাকা। ১২৮ জিবি মেমোরির ক্ষেত্রে এক লাখ ২৪ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ গিগাবাইটের আইফোন ১২ পাওয়া যাবে এক লাখ ৩৬ হাজার ৯৯৯ টাকায়। এ ছাড়া ১২৮ জিবি মেমোরির আইফোন ১২ প্রোর মূল্য এক লাখ ৪৬ হাজার ৯৯৯ টাকা।

মন্তব্যসাতদিনের সেরা