kalerkantho

সোমবার । ১১ মাঘ ১৪২৭। ২৫ জানুয়ারি ২০২১। ১১ জমাদিউস সানি ১৪৪২

নতুন ফোন আসছে পাঁচ কম্পানির

টেক প্রতিদিন ডেস্ক    

৩ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৬ | পড়া যাবে ১ মিনিটেনতুন ফোন আসছে পাঁচ কম্পানির

বছর শেষে ফোন কম্পানিগুলো একের পর এক ফোন বাজারে আনে। ছুটির মৌসুমে চাহিদা বেশি হওয়ায় ফোনের সরবরাহও বেশি থাকে। নভেম্বরে জেডটিই, স্যামসাং, অপো ফোন এনেছে। 

চলতি মাসে আসবে হুয়াওয়ে, লেনোভো, স্যামসাং, অপো ও ভিভোর ফোন। স্যামসাং এম০২, এ৫২, এ৭২ চলতি মাসে এন্ট্রি লেভেলের এম০২ আনতে পারে। এতে থাকবে স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর, ৩ জিবি র‌্যাম। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যানড্রয়েড ১০।

গত বছর ডিসেম্বরে গ্যালাক্সি এ৫১ ও গ্যালাক্সি এ৭১ এনেছিল স্যামসাং।

মন্তব্যসাতদিনের সেরা