শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার চট্টগ্রামবাসীর জন্য প্রধানমন্ত্রীর অনন্য উপহার বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গতকাল শনিবার চট্টগ্রামের চান্দগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনে এক রকম উল্লম্ফন সৃষ্টি হবে বলেও জানান তিনি।
এখান থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি সেক্টরে যেন ব্যাপক পরিসরে কাজ করতে পারেন, সেজন্য একই জায়গায় একটি হাই-টেক পার্ক স্থাপনের কাজও শিগগিরই শুরু হবে বলে জানান জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ (এনডিসি), ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন’ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা কামাল, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন। হাইটেক-পার্ক অথরিটির জনসংযোগ কর্মকর্তা
মন্তব্য