kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

জাকারবার্গ ও ডরসিকে সিনেটে তলব করল রিপাবলিকানরা

টেক প্রতিদিন ডেস্ক    

১৮ নভেম্বর, ২০২০ ০৯:৩৩ | পড়া যাবে ১ মিনিটেজাকারবার্গ ও ডরসিকে সিনেটে তলব করল রিপাবলিকানরা

হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেছে রিপাবলিকানরা। কিন্তু এখনো তো ক্ষমতায় আছে তারা। সেই সুবাদে তারা তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সিনেটে হাজির হওয়ার জন্য তলব করেছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসিকে। ৩ নভেম্বর হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত ট্রাম্পের বেশ কিছু পোস্টে ‘ভুল তথ্য’র তকমা লাগিয়ে দিয়েছিল টুইটার ও ফেসবুক। সেই সূত্র ধরেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

নির্বাচনের দুই দিন পর সাড়ে তিন লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপ ‘স্টপ দ্য সিল’কে নিষিদ্ধ করে দিয়েছিল ফেসবুক। গ্রুপটি চালাত ট্রাম্পের অনুসারীরা। এই পেজের মাধ্যমে ভোট গণনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল তারা। অবস্থা দেখে মনে হচ্ছে, ক্ষমতার পালাবদলে ডেমোক্র্যাটদের এখন খুশি করতে চাইছে ফেসবুক ও টুইটার।

সূত্র : বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা