kalerkantho

মঙ্গলবার । ১৬ অগ্রহায়ণ ১৪২৭। ১ ডিসেম্বর ২০২০। ১৫ রবিউস সানি ১৪৪২

কভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুতকারীরা হ্যাকারদের আক্রমণের শিকার

টেক প্রতিদিন ডেস্ক    

১৭ নভেম্বর, ২০২০ ০৯:২৯ | পড়া যাবে ১ মিনিটেকভিড-১৯ ভ্যাকসিন প্রস্তুতকারীরা হ্যাকারদের আক্রমণের শিকার

উত্তর কোরীয় ও রুশ হ্যাকাররা কভিড-১৯ ভ্যাকসিন এবং চিকিৎসা নিয়ে গবেষণা করছে এমন সংস্থাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এসবের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ভারত ও দক্ষিণ কোরিয়ার সাতটি শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা এবং সেসবের গবেষকরা। একটি ব্লগ পোস্টে এই তথ্যগুলো জানিয়েছেন গ্রাহক সুরক্ষা ও ট্রাস্টের মাইক্রোসফট করপোরেট ভাইস প্রেসিডেন্ট টম বার্ট।

ব্লগে অবশ্য আক্রমণের শিকার সংস্থাগুলোর নাম প্রকাশ কিংবা তাদের কোনো তথ্য চুরি বা খোয়া গেছে কি না সে সম্পর্কে বিশদ তথ্য সরবরাহ করেনি মাইক্রোসফট। তবে তারা জানিয়েছে, প্রতিহত করা হয়েছে হ্যাকারদের হামলা। 

সূত্র : দ্য ভার্জ

মন্তব্যসাতদিনের সেরা