kalerkantho

শনিবার । ১১ আশ্বিন ১৪২৭ । ২৬ সেপ্টেম্বর ২০২০। ৮ সফর ১৪৪২

টিকটকের বিকল্প ইউটিউবের ‘শর্টস’

টেক প্রতিদিন ডেস্ক    

১৭ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৫৩ | পড়া যাবে ১ মিনিটেটিকটকের বিকল্প ইউটিউবের ‘শর্টস’

প্রকৃতি যেমন নিজের নিয়মে শূন্যস্থান পূরণ করে, ঠিক এ কথাই যেন টেক দুনিয়ায়ও খাটে। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর যে শূন্যতা দেখা দিয়েছিল, সেটা পূরণ করতেই হাজির হলো ইউটিউব! প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ভারতে নিজের টিকটক সংস্করণ ‘শর্টস’-এর বেটা সংস্করণ পরীক্ষা করবে। প্রতিটি শর্টস ভিডিওর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৫ সেকেন্ড। ইউটিউবের অন্যান্য ভিডিওর মতো এতেও যুক্ত করা যাবে প্রতিষ্ঠানটিরই অনুমোদিত মিউজিক। চাইলে কয়েকটি ফুটেজ যুক্ত করেও একটি ভিডিও বানানোর সুযোগ থাকছে। 

প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস জেফি বলেছেন, ‘সেসব নির্মাতা নিজের মোবাইল ফোন ব্যবহার করে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করতে পছন্দ করেন, তাঁদের জন্যই এ শর্টস।’

সূত্র : বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা