kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

মুকেশ আম্বানির জিওতে ভাগ বসালো সুন্দর পিচাই!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০২০ ১৮:৩৮ | পড়া যাবে ১ মিনিটেমুকেশ আম্বানির জিওতে ভাগ বসালো সুন্দর পিচাই!

মুকেশ আম্বানির জিওতে বড় বিনিয়োগ করতে চলেছে গুগল। ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করে জিও প্লাটফর্মের ৭.৭ শতাংশ অংশীদার হচ্ছে গুগল। আজ বুধবার ভার্চুয়াল মিটিংয়ে এ কথা জানিয়েছেন রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি।

রিলায়েন্সের ডিজিটাল পরিষেবা বিভাগ হলো জিও। জিওতে ২২ এপ্রিল থেকে এই নিয়ে মোট ১৪ বার বিনিয়োগ এলো। মুকেশ আম্বানি জানিয়েছেন, গুগলকে অভ্যর্থনা জানাতে পেরে তিনি খুব খুশি।

এর আগে মুকেশ আম্বানির জিওতে বিনিয়োগ এসেছে ফেসবুক, জেনারেল আটলান্টিক, সিলভার লেকসহ বহু নামকরা সংস্থা থেকে। কয়েকদিন আগে ৪৩ হাজার ৫৭৪ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে জিওর প্রায় ১০ শতাংশ অংশীদার হয়েছে ফেসবুক। মার্ক জুকারবার্গ এই বিনিয়োগের মাধ্যমে জিওর ডিজিটাল পরিষেবা অর্থাৎ জিও নিউজ, জিও মুভিজ এই পরিষেবাগুলোর অংশ হয়েছেন।

গুগলের সিইও সুন্দর কুমার পিচাই একদিন আগেই ‘ডিজিটাল ইন্ডিয়ায়’ ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিলেন। ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নয়ন সাধনই ছিল তাদের উদ্দেশ্য। আর এবার অর্থ ঢালছেন মুকেশ আম্বানির সংস্থায়।

সূত্র: জি-নিউজ।

মন্তব্যসাতদিনের সেরা