kalerkantho

রবিবার । ২৮ আষাঢ় ১৪২৭। ১২ জুলাই ২০২০। ২০ জিলকদ ১৪৪১

কোথায় আইসিইউ বেড খালি, জানা যাবে ওয়েবসাইটে

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০২০ ১৫:২৮ | পড়া যাবে ১ মিনিটেকোথায় আইসিইউ বেড খালি, জানা যাবে ওয়েবসাইটে

দেশের হাসপাতালগুলোতে খালি আইসিইউ ও কভিড-১৯ বেডের রিয়েল টাইম তথ্য নিয়ে তৈরি হয়েছে ওয়েবসাইট। বিরাজমান কোভিড সংকটে মুমূর্ষু রোগীদের জন্য বিরাজ করছে আইসিইউ-এর প্রচণ্ড সংকট। কভিড-১৯ আক্রান্ত রোগীরা অনেকেই হাসপাতালে ঘুরে ঘুরে চিকিৎসা পাচ্ছেন না স্থান সংকুলানজনিত সমস্যার কারণে।

শুধু তাই নয়, তথ্য ব্যবস্থাপনার অভাবে  রোগীর কাছে পৌছাচ্ছে না তথ্য। রোগীর কাছে তথ্য না থাকায় কোন হাসপাতালে গেলে কভিড-১৯ বেড ও আইসিইউ সংক্রান্ত সহায়তা পাওয়া যেতে পারে, সেটিও জানা যাচ্ছে না। এমতাবস্থায় অন্তত বর্তমানে থাকা আইসিইউ সুবিধা আর কভিড-১৯ বিশেষায়িত বেডের তথ্য ব্যবস্থাপনার সমন্বিত সমাধান প্রয়োজন।

এই সমস্যার সমাধান করতে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেশব্যপী বিভিন্ন মেডিক্যাল কলেজের একদল স্বেচ্ছাসেবক। তারা তৈরি করেছে https://icufinder.web.app নামে একটি ওয়েবসাইট-- যেখানে জানা যাবে, দেশের সকল হাসপাতালের আইসিইউ আর কভিড-১৯ বিশেষায়িত বেডের মোট সংখ্যা এবং একেকটি হাসপাতালে ফাঁকা থাকা আইসিইউ আর কভিড-১৯ বেডের রিয়েল টাইম তথ্য।

মন্তব্যসাতদিনের সেরা