kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

চিকিৎসা দেবে ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’

টেক প্রতিদিন ডেস্ক    

১৬ এপ্রিল, ২০২০ ০৮:৫৩ | পড়া যাবে ১ মিনিটেচিকিৎসা দেবে ভার্চুয়াল হাসপাতাল ‘হ্যালো ডক’

করোণার কারণে ঘরে থাকা অসুস্থ ব্যক্তিদের অনলাইনে সরাসরি চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ দিতে দেশে চালু হয়েছে ‘হ্যালো ডক’। ভার্চুয়াল হাসপাতালটিতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ সেবা পাওয়ার পাশাপাশি চাইলে ভিডিও কলে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথাও বলা যাবে। ‘অ্যারগো ভেনচারস’, ‘আমারল্যাব’ ও ‘কথা’ টেকনোলজিসের যৌথ উদ্যোগে তৈরি এ ভার্চুয়াল হাসপাতালটিতে প্রাথমিকভাবে প্রায় ৪০ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা দেবেন। 

দেশের যেকোনো প্রান্ত থেকে ‘কথা’ অ্যাপ বা https://web.facebook.com/amarlab.bd/ ঠিকানায় প্রবেশ করে বিনা মূল্যে এ স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাসপাতালটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। উপস্থিত ছিলেন ‘কথা’ টেকনোলজিসের চেয়ারম্যান মাহবুব জামান, আমার ল্যাবের সহপ্রতিষ্ঠাতা তাজিন শাদীদ ও তামজিদ সিদ্দিক, অ্যারগো ভেনচারসের চেয়ারম্যান ফিদা-ই-জাহির প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা