kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

করোনায় জনসচেতনতামূলক অ্যাপস তৈরি করেছেন কালিহাতীর আল আমিন

নিজস্ব প্রতিবেদক   

২৬ মার্চ, ২০২০ ১৭:২০ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় জনসচেতনতামূলক অ্যাপস তৈরি করেছেন কালিহাতীর আল আমিন

সারা পৃথিবীজুড়েই করোনাভাইরাস আতঙ্ক। বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। কিভাবে এই ভাইরাস মোকাবেলা করবে সেটা নিয়ে মানুষের মধ্যে আছে দুশ্চিন্তা। টকশো, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় শুধু কথার ফুলঝুড়ি। ঠিক এমনই সময় করোনার প্রতিকার নিয়ে মোবাইল অ্যাপস তৈরি করেছেন মফস্বল শহরের কলেজ পড়ুয়া এক যুবক।

অ্যাপসটি তৈরি করেছেন কালিহাতী সদরের কালিহাতী গ্রামের মোঃ নায়েব আলীর ছেলে আল-আমিন। আল-আমিন কালিহাতী কলেজ থেকে এবার এইচ এস সি পরীক্ষার্থী।

আল-আমান বলেন, আমাদের দেশের মানুষ ইচ্ছা করলেই সব পারে। করোনার প্রতিকারের জন্য জনসচেতনতার জন্যই অ্যাপসটি মূলত বানানো হয়েছে। আতঙ্কিত না হয়ে সকলে সচেতন হলে এই মহামারী মোকাবেলা করা সম্ভব। অ্যাপসটির ভিতরে ৮টি বিভাগ রয়েছে। যার মাধ্যমে জানা যাবে করোনাভাইরাস কিভাবে ছড়ায়, করোনা হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং আমাদের ভাইরাস মোকাবেলায় কি কি করণীয় তা অ্যাপসের মাধ্যমে জানা যাবে। 
তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে বিভিন্ন তথ্য পাঠানো যাবে এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও অ্যাপসের একটি বড় সুবিধা হলো অ্যাপসটিতে কিছুক্ষণ পর পর সতর্ক বার্তা আসতে থাকে। যেমন আপনি নিয়মিত হাত পরিষ্কার করছেন কি না, নিয়মিত মাস্ক ব্যবহার করছেন কি না ইত্যাদি। অ্যাপসটি পাওয়া যাবে covid19bangladesh.com ওয়েব সাইটে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম বলেন, এই অ্যাপসটির বিষয়ে আমি অবগত হয়েছি। এটি সময়পোযোগী একটি উদ্যোগ। আমার মনে হয় এই অ্যাপসটি ব্যবহার করলে আমরা অনেকটা এই ভাইরাস সম্পর্কে সচেতন হতে পারবো। তিনি সকল এনড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের অ্যাপসটি ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা