kalerkantho

শনিবার । ২১ চৈত্র ১৪২৬। ৪ এপ্রিল ২০২০। ৯ শাবান ১৪৪১

করোনা আতঙ্কে টুইটারকর্মীদের ঘরে বসে কাজের নির্দেশ

টেক প্রতিদিন ডেস্ক   

৪ মার্চ, ২০২০ ০৮:৩২ | পড়া যাবে ১ মিনিটেকরোনা আতঙ্কে টুইটারকর্মীদের ঘরে বসে কাজের নির্দেশ

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নিজ কর্মীদের অফিসের বদলে ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এক ব্লগ বার্তায় মাইক্রোব্লগিং সাইটটি জানিয়েছে হংকং, জাপান ও দক্ষিণ কোরিয়ায় টুইটারের সব কর্মীর জন্য বিষয়টি বাধ্যতামূলক হলেও বিশ্বের অন্যান্য দেশের কর্মীদের নিয়মটি মেনে চলতে উৎসাহিত করা হচ্ছে। বিষয়টি স্বীকার করে টুইটারের মানবসম্পদ বিভাগের প্রধান জেনিফার ক্রিস্টি জানান, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা কমাতেই এ উদ্যোগ।

সম্প্রতি করোনা আতঙ্কে সব ধরনের অপ্রয়োজনীয় ভ্রমণ ও সম্মেলনে অংশ না নিতে কর্মীদের নির্দেশ দিয়েছে টুইটার।

সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা