kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

৭৭ ডলারে ১২৮ জিবির ফোন আলিএক্সপ্রেসে!

কালের কণ্ঠ অনলাইন   

১১ জানুয়ারি, ২০২০ ২০:০৮ | পড়া যাবে ১ মিনিটে৭৭ ডলারে ১২৮ জিবির ফোন আলিএক্সপ্রেসে!

ক্রয়-বিক্রয়ের জন্য একটি বিশ্ব ভার্চুয়াল প্ল্যাটফর্ম আলিএক্সপ্রেস। ক্রেতাদের জন্য নানা সময় নানা ধরনের অফার দিয়ে থাকে এই প্ল্যাটফর্মটি। এবার এই প্রতিষ্ঠানটি স্যান্টিন মিক্স টু নামের একটি ফোন অফার দিয়ে বিক্রি করছে। অনলাইনে এই ফোনটি পাওয়া যাচ্ছে ৭৭ ডলারে। যা বাংলাদেশি মুদ্রায় ছয় হাজার পাঁচশ ৩০ টাকা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডার বলছে, ৭৭ ডলারে যে ফোনটি পাওয়া যাচ্ছে তার র‌্যাম রয়েছে চার জিবি। সেই সঙ্গে থাকছে ১২৮ জিবি স্টোরেজ। ছয় ইঞ্চি স্ক্রিনের সঙ্গে থাকছে চার হাজার এমএএইচের ব্যাটারি। এছাড়াও ২১ মেগাপিক্সেলের ক্যামেরারও থাকছে ফোনটিতে। ডিভাইসটিতে রয়েছে দু’টি ন্যানো সিম কার্ডের ধারণ ক্ষমতা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

মন্তব্যসাতদিনের সেরা