kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

হিন্দু-মুসলিম সমকামী যুগলের ভিডিও ডিলিট করে দিলো টিকটক

কালের কণ্ঠ অনলাইন   

৮ ডিসেম্বর, ২০১৯ ২১:৫১ | পড়া যাবে ১ মিনিটেহিন্দু-মুসলিম সমকামী যুগলের ভিডিও ডিলিট করে দিলো টিকটক

যুক্তরাষ্ট্রের আলোচিত হিন্দু-মুসলিম সমকামী দম্পতি সুন্দাস মালিক ও অঞ্জলি চক্র প্রায় সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি ও ভিডিও পোস্ট করেন। সম্প্রতি একটি টিকটক ভিডিও পোস্ট করেন তারা।

অঞ্জলির দাবি, টিকটক সে ভিডিওটি মুছে ফেলেছে। টিকটক নাকি জানিয়েছে, এটি তাদের কমিউনিটি নীতিমালা ভঙ্গ করেছে।

কয়েকদিন আগেই সেই ভিডিও অঞ্জলি টুইটারে পোস্ট করেন। টিকটকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অঞ্জলি বলেন, ভিডিওটি কেন সরিয়ে নিয়েছে টিকটক কি আমাদের সেই ব্যাখ্যা দিতে পারবে?

সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্যসাতদিনের সেরা