kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

লেনোভোর চার ল্যাপটপ আনল টগি সার্ভিসেস

টেক প্রতিদিন প্রতিবেদক    

২০ নভেম্বর, ২০১৯ ০৯:৩৩ | পড়া যাবে ২ মিনিটেলেনোভোর চার ল্যাপটপ আনল টগি সার্ভিসেস

বাংলাদেশে প্রথমবারের মতো লেনোভোর লিজিয়ন, ইয়োগা ও আইডিয়াপ্যাড সিরিজের চারটি নতুন ল্যাপটপ এনেছে টগি সার্ভিসেস লিমিটেড। সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লেনোভো লিজিয়ন ওয়াই৭৪০, ইয়োগা এস৭৩০ ও আইডিয়াপ্যাড এস৫৪০ এবং সি৩৪০ মডেলের ল্যাপটপগুলো উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইন্টেলের অষ্টম প্রজন্মের প্রসেসরে চলা এস৭৩০ মডেলের ল্যাপটপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সুবিধা থাকায় গতানুতিক ল্যাপটপের তুলনায় দ্রুত ও স্বচ্ছন্দে কাজ করা যাবে। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি থাকায় একটানা দীর্ঘ সময় কাজের সুযোগ দেবে আইডিয়াপ্যাড এস৫৪০ এবং সি৩৪০। অন্যদিকে অষ্টম প্রজন্মের প্রসেসর ও শক্তিশালী গ্রাফিকস কার্ড থাকায় গেমারদের জন্য খুবই কার্যকর লিজিয়ন ওয়াই৭৪০। 


টগি সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব জানান, ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করতে ‘ডিজিটাল লিবারেশন’ উদ্যোগ নিয়ে কাজ করছে টগি সার্ভিসেস লিমিটেড। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে লেনোভোর সর্বাধুনিক প্রযুক্তির চারটি ল্যাপটপ উন্মুক্ত করা হলো। দেশের বিভিন্ন জেলায় পাঁচ শর বেশি ডিলারের মাধ্যমে ল্যাপটপগুলো বাজারজাত করায় ক্রেতারা সহজেই কেনার সুযোগ পাবেন। বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট, ডাটা সেন্টার সলিউশন, আইটি সলিউশন প্রভৃতি নিয়ে কাজ করার পাশাপাশি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৪০টি প্রযুক্তি পণ্য দেশে বাজারজাত করছে টগি সার্ভিসেস লিমিটেড। দেশের সর্বত্র সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য সহজলভ্য করতেই এ উদ্যোগ। 

উপস্থিত ছিলেন টগি সার্ভিসেস লিমিটেডের ডেপুটি চিফ অপারেটিং অফিসার এ বি এম আহসান আল মামুন, হেড অব বিজনেস অ্যান্ড ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিং এ এস মোহাম্মদ মোস্তফা মনোয়ার এবং লেনোভো বাংলাদেশের ম্যানেজার (সেলস) রাশেদ কবির।

মন্তব্যসাতদিনের সেরা