kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

তথ্য চুরির পরও ফেসবুকের বাড়ছে ব্যবহারকারী, বেড়েছে আয়

টেক প্রতিদিন ডেস্ক   

১ নভেম্বর, ২০১৯ ০৯:৫৪ | পড়া যাবে ১ মিনিটেতথ্য চুরির পরও ফেসবুকের বাড়ছে ব্যবহারকারী, বেড়েছে আয়

গোপনীয়তা ভঙ্গ, নজরদারি ও তথ্য চুরি করার অভিযোগের পরও আয় এবং ব্যবহারকারী বেড়েছে ফেসবুকের। এক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সামাজিক যোগাযোগের সাইটটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৪৫ কোটি, যা বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৪১ কোটি। নিয়মিত ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে ১৬২ কোটি ব্যবহারকারী প্রতিদিন সাইটটিতে ঢু মারেন, যা গত প্রান্তিকে ছিল ১৫৮ কোটি। বছরের তৃতীয় প্রান্তিকে ফেসবুকের আয় হয়েছে প্রায় ১৭.৬৫ বিলিয়ন ডলার (এক হাজার ৭৬৫ কোটি ডলার), যা গত বছরের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি। 

শুধু তা-ই নয়, ২৮০ কোটি মানুষ ফেসবুকসহ প্রতিষ্ঠানটির মালিকানাধীন বিভিন্ন সেবা (মেসেঞ্জার. হোয়াটসঅ্যাপ বা ইন্সটাগ্রাম) ব্যবহার করেন।

সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা