kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

বগুড়ায় সংসদ সদস্যর ফেসবুক আইডি হ্যাক!

ধুনট (বগুড়া) প্রতিনিধি   

১২ অক্টোবর, ২০১৯ ২০:০৯ | পড়া যাবে ২ মিনিটেবগুড়ায় সংসদ সদস্যর ফেসবুক আইডি হ্যাক!

বগুড়া- ৫ আসনের (শেরপুর-ধুনট) জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের ব্যক্তিগত ‘Habibar Rahman MP’ নামের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে ফেসবুক আইডিটি হ্যাকাররা নিয়ন্ত্রণে নিয়েছে। শনিবার সকাল থেকে ফেসবুকে ওই আইডি খুঁজে পাওয়া যায়নি। 

সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যক্তিগত সহকারী কোরবান আলী মিলন জানান, হাবিবর রহমান বগুড়া-৫ আসনে আওয়ামী লীগ থেকে পর পর তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার নামের ফেসবুক আইডি সংসদ সদস্য ব্যবহার করতেন। 

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ও প্রচারনা, সাংসদের ব্যক্তিগত, সরকারি, রাজনৈতিক, সামাজিক কর্মকান্ডের তথ্য, ছবি ও ভিডিওচিত্র ওই আইডি থেকে শেয়ার করতেন।

এ অবস্থায় শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১২টায় ‘হাবিবর রহমান এমপি’ নামের আইডিটি হ্যাকারদের দখলে চলে যায়। এরপর থেকে ওই আইডিতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এ ঘটনায় সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী কোরবান আলী মিলন বাদী হয়ে শেরপুর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন।

সংসদ সদস্য হাবিবর রহমান বলেন, অসৎ উদ্দেশ্যে আমার ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছে। আমার সুনাম, খ্যাতি বা অন্য যে কোন ধরনের ক্ষতি সাধনের লক্ষ্যে কেউ এ কাজ করেছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম সাধারণ ডাইরীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ বিষয়েটি তদন্ত করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা