kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

গুগল-ইউটিউব-জিমেইলের প্রতিদ্বন্দ্বী কি ইয়ানডেক্স?

কালের কণ্ঠ অনলাইন   

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৪০ | পড়া যাবে ১ মিনিটেগুগল-ইউটিউব-জিমেইলের প্রতিদ্বন্দ্বী কি ইয়ানডেক্স?

গুগলের, জিমেইল, ইউটিউব, ইমেজ, ম্যাপ, ট্রান্সলেটরের প্রতিদ্বন্দ্বী আনছে রাশিয়ার ইন্টারনেট জায়ান্ট ইয়ানডেক্স। এক ডোমেইনেই সবগুলো সেবা দিবে ইয়ানডেক্স। গুগল সার্চ ইঞ্জিনের পরিবর্তে বর্তমানে রাশিয়ার প্রায় অর্ধেক জনগণই ইয়ান্ডেক্সের সার্চ ইঞ্জিন ব্যবহার করছে। 

শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি ইউটিউবের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে সক্ষম বলে দাবি করেছে ইয়ানডেক্স। 

ইয়ান্ডেক্স জেন বিভিন্ন বিষয় ধরে ভিডিও কনটেন্ট শ্রেণিবিন্যাস করে থাকে। এই সাইটে ১৫ মিনিট পর্যন্ত দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারেন ব্লাগাররা। 

সূত্র জানায়, পরীক্ষামূলক অবস্থাতেই সাইটিট ইতোমধ্যেই বিভিন্ন রকম কন্টেন্ট দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে। প্রতিদিন এর ভিউ হচ্ছে ২ কোটিরও বেশি এবং ব্যবহারকারী রয়েছে এক কোটি দশ লাখের ওপরে। এই আগস্টে ইয়ান্ডেক্স জেন এর দর্শক পাঁচ কোটির কাছে পৌঁছে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা