kalerkantho

শুক্রবার । ২৪ জানুয়ারি ২০২০। ১০ মাঘ ১৪২৬। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১     

৪১ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর গোপন তথ্য ফাঁস

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৫ | পড়া যাবে ১ মিনিটে৪১ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর গোপন তথ্য ফাঁস

ফেসবুকের সার্ভারে জমা করা ৪১ কোটি ৯০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। তাদের মধ্যে ১৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারী হলেন যুক্তরাষ্ট্রের, ভিয়েতনামের ৫ কোটি এবং ব্রিটেনের ১ কোটি ৮০ লাখ। এছাড়াও সারা বিশ্বের আরো অনেক ব্যবহারকারী রয়েছেন। ইউএসটুডের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সার্ভারে জমা থাকা তথ্যের মধ্যে ছিলো ফেসবুক ব্যবহারকারীদের আইডি। তাদের ফোন নম্বর এবং ভৌগোলিক অবস্থানসহ সবই জমা ছিলো সার্ভারে। এমন গুরুত্বপূর্ণ তথ্য থাকার পরও কোনো পাসওয়ার্ড ছিলো না। ফলে যে কেউ সার্ভারে জমা রাখা গোপন তথ্যে হাত দিতে পারতেন।

সার্ভার থেকে যে তথ্য ফাঁস হয়েছে, তা স্বীকার করেছে ফেসবুক কর্তপক্ষ। কিন্তু তাদের দাবি, ৪১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস হওয়ার কথা সঠিক নয়। বাস্তবে অনেক কম ব্যবহারকরীর তথ্য ফাঁস হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা