ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২, ২৪ মহররম ১৪৪৭

দেশের প্রথম ডিজিটাল নগরী

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
দেশের প্রথম ডিজিটাল নগরী

ডিজিটাল সিলেট সিটি’র উদ্বোধন হলো ২৮ জুলাই। এ প্রকল্পের আওতায় চালু হয়েছে ‘পাবলিক ওয়াই-ফাই জোন’, ‘সার্ভিলেন্স সিস্টেম’ এবং ‘অনলাইন ট্র্যাকিং সিস্টেম’। বিস্তারিত ইয়াহইয়া ফজলের কাছে

ভাবুন তো এমন একটি নগরের কথা, যেখানে দিনে কিংবা রাতে আপনি নির্ভয়ে ঘুরে বেড়াতে পারছেন। চুরি কিংবা ছিনতাইয়ের ভয় কাজ করছে না, ইন্টারনেটে ঢু মারার জন্য নগরের বিভিন্ন স্থানে আছে ফ্রি ওয়াই-ফাই জোন।

বিদ্যুৎ বিল, পানি, গ্যাস বিলের মতো রক্ষণাবেক্ষণ বিল দিতে ব্যাংকের লাইনে দাঁড়াতে হচ্ছে না। অনলাইনে ঘরে বসেই এসব ঝামেলা চুকিয়ে ফেলতে পারবেন। হাসপাতালে সিট খালি আছে কি না জানা যাবে সহজে। ঘরের পাশে পড়ে থাকা ময়লা জমে আছে।
অনলাইনে অভিযোগ করুন, কাজ হয়ে যাবে ম্যাজিকের মতো। এমন একটি ডিজিটাল নগর আমাদের দেশ! বিশ্বাস হয়? এমন এক স্বপ্নের নগর বাস্তবে হতে যাচ্ছে। আর পরীক্ষামূলকভাবে সেটি হচ্ছে সিলেটে। ‘ডিজিটাল সিলেট সিটি’ নামে পাইলট প্র্রকল্পটি সফল হলে ধীরে ধীরে দেশের অন্যান্য নগরকেও গড়ে তোলা হবে এভাবে।

নাগরিক নিরাপত্তা সবার আগে
‘ডিজিটাল সিটি’ প্রকল্পে নগরের ডিজিটাল সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সবার আগে নাগরিক নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর নজরদারিতে বসানো হচ্ছে চেহারা ও যানবাহনের নাম্বার প্লেট চিহ্নিত করতে সক্ষম আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা। এ ধরনের ক্যামেরার ব্যবহার দেশে এই-ই প্রথম। নগরের গুরুত্বপূর্ণ স্থানে ১১০টি আইপি ক্যামেরা বসানো হচ্ছে।

এই আইপি ক্যামেরাগুলো কাজ করবে তিন ভাগে।

৯০টি ক্যামেরা নজরদারির জন্য। বাকি ২০টি ক্যামেরার ফিচার একটু ভিন্ন। ১০টি অটো নাম্বার প্লেট রিকগনিশনে (এএনপিআর) সক্ষম। এগুলোর সাহায্যে বাইরে থেকে আসা এবং বের হয়ে যাওয়া যানবাহনের নাম্বার প্লেট চিহ্নিত করা হবে। বাকি ১০টি ক্যামেরা ফেসিয়াল রিকগনিশন বা ডিটেকশনে সক্ষম। এগুলো মানুষের চেহারা শনাক্ত করতে পারে।

ফেসিয়াল রিকগনিশন ক্যামেরাগুলো প্রাথমিকভাবে নগরে প্রবেশপথ ওয়ানওয়ে টার্মিনালে বসানো হচ্ছে। এর মধ্যে আছে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট রেলওয়ে স্টেশন। নগরের দক্ষিণ সুরমায় কদমতলীতে আধুনিক বাস টার্মিনাল নির্মাণকাজ চলছে। এটি সম্পন্ন হলে সেখানেও আইপি ক্যামেরা বসানো হবে। একইভাবে সব ধরনের যান চলাচলের ওপর নজরদারির জন্য পরীক্ষামূলকভাবে ১০টি ফেসিয়াল রিকগনিশন বা ডিটেকশন ও অটো নাম্বার প্লেট রিকগনিশন (এএনপিআর) ক্যামেরা বসানো হবে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে।

এসব আইপি ক্যামেরার নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোলরুম স্থাপন করা হবে সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে। আধুনিক বিশ্বে অপরাধ দমনে এ ধরনের আইপি ক্যামেরা ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। এসব আইপি ক্যামেরা ও কন্ট্রোলরুম স্থাপনে ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা।

বিনা মূল্যেই মিলবে ওয়াই-ফাই
নগরের ব্যস্ততম বন্দরবাজার, জিন্দাবাজার, রিকাবিবাজার, আম্বরখানা, মদিনা মার্কেটসহ গুরুত্বপূর্ণ ৬২টি এলাকার বাসিন্দাদের জন্য এই প্রকল্পের আওতায় বিনা মূল্যে ওয়াই-ফাই জোন তৈরি করা হবে। এসব জোনে ১২৬টি ওয়াই-ফাই এক্সেস পয়েন্ট (এপি) থাকবে। বিনা মূল্যের এ ইন্টারনেট সেবা সবার জন্য উন্মুক্ত থাকবে। এসব এক্সেস পয়েন্টের একেকটিতে একসঙ্গে ৫০০ ব্যবহারকারী যুক্ত থাকতে পারবেন। এর মধ্যে ১০০ জন একসঙ্গে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি এক্সেস পয়েন্টে ব্যান্ডউইথ থাকবে ১০ মেগাবাইট বা সেকেন্ড (১০ এমবিপিএস)। আর একেকটি এক্সেস পয়েন্টের আওতা থাকবে চতুর্দিকে ১০০ মিটার—অর্থাৎ প্রায় ৩০০ ফুট করে।

যেকোনো ব্যক্তি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। বিদেশি পর্যটকরাও বিনা মূল্যে এই সুবিধা পাবেন। তবে নিরাপত্তার জন্য মোবাইল ফোন নম্বর দিয়ে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার প্রথম ধাপে মোবাইল বা ল্যাপটপে নিজের নাম, মোবাইল নম্বর দিতে হবে। ফিরতি এসএমএসে একটি কোড আসবে। পরে সে কোডটি ইনপুট করলেই লগইন হয়ে যাবে। তবে বিনা মূল্যে ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে সব ধরনের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন না ব্যবহারকারীরা। ফিল্টারিং করা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন তাঁরা। এ ছাড়া ডাউনলোডেও থাকবে সীমাবদ্ধতা। ব্যবহারকারীর সব তথ্য জমা হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা বেইসে। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর এ বিষয়ের তদারকি করবে সিলেট সিটি করপোরেশন।

২০ শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হবে অটোমেশন
সিলেট নগরের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে অটোমেশন ব্যবহার করা হবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতে অভিভাবকদের আর স্কুল পর্যন্ত যাওয়ার দরকার পড়বে না। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি, পারফরম্যান্স ও সবার নৈমিত্তিক কার্যক্রম অনলাইনেই জানা যাবে।

হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম
সিলেট নগরে সরকারি হাসপাতালের বেড আছে কি না? রোগীর আগের চিকিৎসা গ্রহণের ব্যবস্থাপত্র, টেস্ট রিপোর্ট—এ সব কিছুই অনলাইনে জানতে পারবেন চিকিৎসকরা। পরীক্ষামূলকভাবে নগরের ১০টি সরকারি-বেসরকারি হাসপাতালকে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সরকারি হাসপাতালগুলোর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল, টিবি হাসপাতালসহ বেসরকারি কয়েকটি হাসপাতালের স্বাস্থ্যসেবার আধুনিকায়ন করা হবে।

নগরে ৩৬ কম্পিউটার লিটারেসি সেন্টার
নগরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দিতে ৩৬টি কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হবে। এসব সেন্টারের প্রতিটি ল্যাবে আট থেকে ১০টি কম্পিউটার থাকবে। শুরুতে এসব কম্পিউটার কেন্দ্র  সিলেট সিটি করপোরেশন এলাকার ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ৯ কাউন্সিলরের দপ্তর ও আশপাশের এলাকায় স্থাপনের চিন্তা থাকলেও সে চিন্তা থেকে সরে এসেছে সরকার। বিকল্প হিসেবে বর্তমানে এসব বিনা মূল্যের কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র  স্থাপনের জন্য সিলেট নগরের ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। এসব কেন্দ্র তদারকি করবে সিলেট সিটি করপোরেশন।

সিটিজেন সার্ভিস উন্নয়ন
ডিজিটাল সিলেট সিটির নাগরিকরা বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, কর—সবই পরিশোধ করতে পারবেন অনলাইনে। অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এসব সুবিধা এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই ট্রেড লাইসেন্স, ভবন নির্মাণ, পানির লাইনসহ সব ধরনের সেবার আবেদন যেমন করতে পারবেন, তেমনি বাড়ির পাশে জমে থাকা ময়লা যথাসময়ে না সরানো হলে সে বিষয়েও অভিযোগ দিতে পারবেন ঘরে বসেই। জানতে পারবেন আবেদন ও অভিযোগের সর্বশেষ অবস্থাও।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি উন্নয়ন
পর্যটন নগর সিলেটে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের জন্য পর্যটনবিষয়ক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। সহজে কাঙ্ক্ষিত সেবা ও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে এতে। পর্যটকরা হোটেল বুকিং দেওয়াসহ সিলেটের বিভিন্ন পর্যটন এলাকার দিকনির্দেশনা পাবেন সেখানে। এ ছাড়া নাগরিকদের জন্য ডিজিটাল টেলিফোন ডিরেক্টরিও করা হচ্ছে। যেখানে নগরের চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীসহ পেশাজীবীদের নাম্বার যুক্ত থাকবে। ফলে এসব পেশাজীবীর সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন সেবাগ্রহীতারা। এ প্রকল্পের আওতায় পরীক্ষামূলকভাবে সিলেট নগরের প্রবাসীদের তথ্য হালনাগাদ করা হবে। প্রবাসীদের বাড়তি সুবিধা দিতে বিভিন্ন সেবা সংস্থা থেকে তথ্য সংগ্রহ করে ওয়েবসাইটে যুক্ত করা হবে। এসব তথ্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডাটা বেইসে সংরক্ষণ করা থাকবে। ফলে প্রবাসীরা দেশে এলে সরকারি বিভিন্ন সংস্থা থেকে সুবিধা ভোগ করতে পারবেন। প্রবাসীরা বিদেশে বসে বাসার বকেয়া বিলসহ সব ধরনের তথ্যও জানতে পারবেন। বিদেশে থেকেই পরিশোধ করতে পারবেন সব ধরনের বিল।

পূর্ণাঙ্গতা পাবে আগামী বছর
আইসিটি বিভাগের তত্ত্বাবধানে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। নিয়োগ দেওয়া হয়েছে প্রকল্প পরিচালক, সহকারী প্রকল্প পরিচালক।

এই প্রকল্পের সহকারী পরিচালক (ডিপিপি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সিলেট আঞ্চলিক কার্যালয়ের সেন্টার ইনচার্জ ও প্রগ্রামার মধুসূদন চন্দ বলেন, ‘ডকুমেন্ট অব প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) তথ্য অনুযায়ী এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। মেয়াদ বাড়ানো হলে আশা করছি ২০২০ সালের জুনের পরেই নগরের বাসিন্দারা প্রযুক্তিগত সব আধুনিক সুবিধা ভোগ করতে পারবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি, গোপনে সমঝোতায় পৌঁছালেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি, গোপনে সমঝোতায় পৌঁছালেন জাকারবার্গ
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি : এএফপি

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় অবহেলার দায়ে দায়ের করা আট বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা নিয়ে গোপন সমঝোতায় পৌঁছেছেন মার্ক জাকারবার্গ ও মেটা প্ল্যাটফরমের বর্তমান ও সাবেক পরিচালকরা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার চ্যান্সারি কোর্টে মামলার শুনানির দ্বিতীয় দিনে এ তথ্য জানান বাদীপক্ষের আইনজীবী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সমঝোতার শর্তগুলো আদালতে প্রকাশ করা হয়নি। এমনকি বিবাদীপক্ষের আইনজীবীরাও এই বিষয়ে মুখ খোলেননি।

শুনানি শুরুর ঠিক আগে হঠাৎ বিচারক ক্যাথলিন ম্যাককরমিক মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।

বাদীপক্ষের আইনজীবী স্যাম ক্লসিক জানিয়েছেন, সমঝোতায় পৌঁছাতে তাদের খুব বেশি সময় লাগেনি। ওই দিনই আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মেটার পরিচালনা পর্ষদের সদস্য ও ধনকুবের বিনিয়োগকারী মার্ক অ্যান্ড্রিসেনের। 

এই মামলায় মূল অভিযুক্ত ছিলেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গসহ বর্তমান ও সাবেক মিলিয়ে মোট ১১ জন কর্মকর্তা।

বাদী শেয়ারহোল্ডারদের অভিযোগ, এসব ব্যক্তি কোম্পানির গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ফেসবুককে বিপুল অঙ্কের জরিমানার মুখে ফেলেছেন। ফলে তাদের ব্যক্তিগত সম্পদ থেকেই সেই ক্ষতিপূরণ দিতে হবে। যদিও অভিযুক্তরা অভিযোগগুলো ‘অযৌক্তিক’ বলে দাবি করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ফেসবুককে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা করে।

২০১২ সালে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষাসংক্রান্ত যে চুক্তি হয়েছিল, তা লঙ্ঘনের অভিযোগেই এই জরিমানা। এই মামলায় মেটা করপোরেশনকে সরাসরি আসামি করা হয়নি।

মামলার বিষয়ে মেটা কোনো মন্তব্য করেনি। এমনকি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি বিবাদীপক্ষের আইনজীবীরাও।

ডিজিটাল কনটেন্ট নেক্সটের প্রধান জেসন কিন মনে করেন, এই সমঝোতা হয়তো সংশ্লিষ্টদের কিছুটা স্বস্তি দেবে, কিন্তু জনস্বার্থে দায় স্বীকার করার সুযোগ হারাল।

তার মতে, মামলাটি চালিয়ে নেওয়া হলে ফেসবুকের ভেতরের অনেক অজানা তথ্য প্রকাশ্যে আসত।

মামলার পরবর্তী পর্যায়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল জাকারবার্গের (সোমবার) ও স্যান্ডবার্গের (বুধবার)। এ ছাড়া সাবেক বোর্ড সদস্য পিটার থিল ও রিড হেস্টিংসেরও সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা ছিল।

বাদীপক্ষের অভিযোগ, মেটার পরিচালনা পর্ষদ ২০১২ সালের এফটিসি চুক্তির শর্ত মানা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এমনকি জাকারবার্গ ও স্যান্ডবার্গের বিরুদ্ধে অভিযোগ, তারা ফেসবুককে পরিকল্পিতভাবে একটি ‘অবৈধ তথ্য সংগ্রাহক প্ল্যাটফরমে’ পরিণত করেছেন।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়। এরপরই এই কেলেঙ্কারির সূত্র ধরে মামলার সূত্রপাত হয়।

গতকালের শুনানিতে বাদীপক্ষের একজন বিশেষজ্ঞ বলেন, ফেসবুকের গোপনীয়তা নীতিতে গুরুতর ঘাটতি রয়েছে। যদিও তিনি নিশ্চিত করে বলতে পারেননি, প্রতিষ্ঠানটি ২০১২ সালের চুক্তি ভেঙেছে কি না।

ফেসবুক জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় তারা বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

তবে প্রযুক্তি বিশ্লেষক জেসন কিন মনে করেন, ফেসবুক কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডকে ‘খারাপ কিছু ব্যক্তির কাজ’ হিসেবে দেখানোর চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হলো, পুরো প্রতিষ্ঠানটির নজরদারিমূলক ব্যাবসায়িক মডেলই ভেঙে পড়েছে এবং সেটি এখনো সংশোধিত হয়নি।

তার মতে, মামলাটি অব্যাহত থাকলে আদালতে হয়তো ফেসবুকের আসল চেহারাটা দেখা যেত—কিন্তু সেই সুযোগটা হারিয়ে গেল। 

মন্তব্য

ব্রিস্টলে চালু যুক্তরাজ্যের শক্তিশালী সুপার কম্পিউটার ‘ইসামবার্ড-এআই’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ব্রিস্টলে চালু যুক্তরাজ্যের শক্তিশালী সুপার কম্পিউটার ‘ইসামবার্ড-এআই’
সংগৃহীত ছবি

ব্রিস্টলে আনুষ্ঠানিকভাবে চালু হলো যুক্তরাজ্যের অত্যাধুনিক সুপার কম্পিউটার ‘ইসামবার্ড-এআই’। দেশটির প্রযুক্তিসচিব পিটার কাইল এটি চালু করেন সরকারের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকল্পনার অংশ হিসেবে।

এই কম্পিউটারটি কেমব্রিজের ‘ডন’ নামের আরেকটি সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্যের পাবলিক এআই শক্তিকে আরো উন্নত করবে। এর লক্ষ্য—ন্যাশনাল হেলথ সার্ভিসের অপেক্ষমাণ তালিকা কমানো, জলবায়ু পরিবর্তন রোধে নতুন উপায় খোঁজা, ওষুধ উদ্ভাবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা।

ইসামবার্ড-এআই ইতিমধ্যে জানুয়ারিতে একটি ওষুধ গবেষণা প্রকল্পে ব্যবহার শুরু হয়। এখন এটি সম্পূর্ণরূপে চালু হওয়ায় আরো অনেক সরকারি প্রকল্পে ব্যবহার করা যাবে। এই মেশিনে রয়েছে ৫,৪০০-এরও বেশি এনভিডিয়া গ্রেস হপার সুপারচিপ। এটি হিউলেট-প্যাকার্ডের প্রযুক্তিতে তৈরি এবং সরকারি অর্থায়নে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এটি নির্মাণ করেছে।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, আগামী পাঁচ বছরে এ ধরনের সুপার কম্পিউটার ব্যবস্থার সক্ষমতা ২০ গুণ বাড়ানো হবে।

পাশাপাশি স্কটল্যান্ড ও ওয়েলসেও এআই উন্নয়নে বিশাল অঙ্কের বিনিয়োগ করা হবে। সরকার বলছে, ১০ লাখ শিক্ষার্থীকে এআই শিক্ষা দেওয়া হচ্ছে এবং আরো ৭৫ লাখ মানুষকে এটি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্বজুড়ে এআই প্রতিযোগিতার মধ্যে যুক্তরাজ্য নিজেকে শুধু ব্যবহারকারী নয়, বরং উদ্ভাবক হিসেবেও গড়ে তুলতে চাইছে।

ইতিমধ্যেই ‘ইসামবার্ড-এআই’ বিশ্বের শীর্ষ ৫০০ সুপার কম্পিউটারের তালিকায় ১১তম স্থানে উঠে এসেছে।

সূত্র : বিবিসি

মন্তব্য

স্পেসএক্সের প্রতিনিধিদল ঢাকায় আসছে কাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্পেসএক্সের প্রতিনিধিদল ঢাকায় আসছে কাল

বিশ্বখ্যাত মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) ঢাকায় আসছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

প্রতিনিধিদলটি বাংলাদেশ সফরে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে স্টারলিংকের সম্ভাব্য বিনিয়োগ ও অংশীদারিত্বের দিকগুলো মূল্যায়ন করবে এবং সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে অংশ নেবে।

পাশাপাশি তারা বাংলাদেশে স্টারলিংকের অফিসিয়াল যাত্রা শুরুর ঘোষণা দেবে।

লরেন ড্রেয়ারের নেতৃত্বে আগত দলটি ব্যবসায়িক সম্ভাবনা যাচাই, নতুন প্রযুক্তির স্থানীয় বাস্তবায়ন এবং গ্রামীণ ও দুর্গম অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে।

স্পেসএক্স ও স্টারলিংকের এই সফর বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামীকাল প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে।

পরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখবে। রাতে ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে যোগ দেবেন এবং আগামী ১৯ জুলাই প্রতিনিধিদল দেশে ফিরে যাবেন।

মন্তব্য

তথ্য অধিকার নিয়ে নতুন অভিযোগের মুখে টিকটক

এএফপি
এএফপি
শেয়ার
তথ্য অধিকার নিয়ে নতুন অভিযোগের মুখে টিকটক
ফাইল ছবি : এএফপি

ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশনের (জিডিপিআর) বিধি-নিষেধ না মানার অভিযোগে অনলাইন গোপনীয়তা নিয়ে কাজ করা কর্মীরা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট টিকটক ও আরো চীনা মালিকানাধীন দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন অভিযোগ করেছেন। বিধি-নিষেধ অনুযায়ী একজন ব্যবহারকারী তার ব্যক্তিগত তথ্য কিভাবে প্রক্রিয়া করা হচ্ছে তা জানার অধিকার রাখেন। তবে প্রতিষ্ঠানগুলো এ বিধি-নিষেধ অনুসরণ করে নি বলে জানিয়েছে অভিযোগকারীরা। 

অস্ট্রিয়াভিত্তিক প্রখ্যাত গোপনীয়তা সংগঠন নোইব (নান অব ইওর বিজনেস) জানুয়ারিতেও এই তিনটি প্রতিষ্ঠানসহ ছয়টি চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছিল।

তাদের অভিযাগ ছিল—‘অবৈধভাবে’ ইউরোপীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য চীনে পাঠানো হয়েছে।

নোইব জানিয়েছে, শেইন, টেমু ও শাওমি অভিযোগকারীদের বাড়তি তথ্য সরবরাহ করলেও টিকটক, আলিএক্সপ্রেস ও উইচ্যাট ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর বিধি-নিষেধ লঙ্ঘন করেই চলেছে। টিকটকের বিরুদ্ধে গ্রিসে, আলিএক্সপ্রেসের বিরুদ্ধে বেলজিয়ামে ও উইচ্যাটের বিরুদ্ধে নেদারল্যান্ডসে ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের কাছে নতুন অভিযোগ করা হয়েছে। অভিযোগে তাদের ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কিভাবে প্রক্রিয়া হচ্ছে তা জানানো ও জরিমানা করার নির্দেশ দেওয়ার কথা বলা হয়।

নোইব বলেছে, ‘এই তিনটি প্রযুক্তি প্রতিষ্ঠানই ব্যক্তিগত তথ্য কিভাবে প্রক্রিয়া হচ্ছে সেই তথ্য প্রদানের অনুরোধ মানেনি। এতে করে ইউরোপীয় ব্যবহারকারীদের মৌলিক গোপনীয়তার অধিকার চর্চা ও তাদের ব্যক্তিগত ডেটা কিভাবে প্রক্রিয়া হচ্ছে তা জানার সুযোগ নেই। টিকটক অভিযোগকারীর তথ্যের শুধু কিছু অংশ এলোমেলো ভাবে সরবরাহ করেছে, যা বোঝা অসম্ভব।’

ইউরোপে তদন্ত শুরু হওয়ার পর গত সপ্তাহে বেইজিং দাবি করেছে, তারা কোনো প্রতিষ্ঠানকে অবৈধভাবে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ কিংবা সংরক্ষণের নির্দেশ দেয়নি।

ব্যক্তিগত ডেটা চীনে পাঠানোর দায়ে গত মে মাসে আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন টিকটককে ৫৩০ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল।

নোইব জিডিপিআর লঙ্ঘনের কারণে মেটা ও গুগলের মতো বহু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মামলা করেছে। তারা বৃহস্পতিবার মন্তব্য করেছে, ‘চীনা অ্যাপগুলো মার্কিন প্রতিষ্ঠানগুলোর চেয়েও খারাপ।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ