kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

ব্লু-টুথ প্রযুক্তিতে ত্রুটি, তথ্য প্রকাশের শঙ্কা

টেক প্রতিদিন ডেস্ক   

২০ আগস্ট, ২০১৯ ০৯:১৬ | পড়া যাবে ১ মিনিটেব্লু-টুথ প্রযুক্তিতে ত্রুটি, তথ্য প্রকাশের শঙ্কা

ব্লু-টুথ প্রযুক্তির ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই দূর থেকে ডিভাইসের তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা। শুধু তাই নয়, চাইলে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য পাঠাতে বাধাও দেওয়া যায়। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা স্মার্টফোন ব্যবহারকারীরা এই সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। ব্লু-টুথ প্রযুক্তির এই নিরাপত্তা ত্রুটির সন্ধান পান ‘দ্য ব্লু-টুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ’-এর একদল নিরাপত্তা গবেষক। 

তাঁদের দাবি, ত্রুটিটি কাজে লাগিয়ে ব্লু-টুথ প্রযুক্তিতে যুক্ত দুটি ডিভাইসের ‘এনক্রিপশন কি’ পরিবর্তন করে ‘অটোমেটেড কি’ যুক্ত করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করা সম্ভব। উল্লেখ্য, সম্প্রতি ব্লু-টুথ প্রযুক্তির তথ্যবিনিময় পদ্ধতি বা কমিউনিকেশন প্রটোকলে নিরাপত্তা ত্রুটি থাকার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের একদল নিরাপত্তা গবেষক।

সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা