kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

আবারও ‘টিম অলিক’কে আমন্ত্রণ জানাবে নাসা

টেক প্রতিদিন ডেস্ক    

২৫ জুলাই, ২০১৯ ০৯:৩৩ | পড়া যাবে ১ মিনিটেআবারও ‘টিম অলিক’কে আমন্ত্রণ জানাবে নাসা

ভিসা জটিলতায় এ বছর অংশ নিতে না পারায় আগামী বছর আবারও ‘টিম অলিক’-এর সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে নাসা। সফররত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিদলকে এ তথ্য জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি। ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮’-এ ‘বেস্ট ইউজ অব ডাটা’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ায় এ বছর নাসায় যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘টিম অলিক’ দলটির সদস্যরা। যুক্তরাষ্ট্রে যেতে না পারলেও সোমবার নাসায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের প্রকল্প প্রদর্শন করে টিম অলিক। অনুষ্ঠানে প্রতিযোগিতার অন্য বিভাগে বিজয়ী ফিলিপাইন, কানাডা, স্পেন, অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনার শিক্ষার্থীরা অংশ নেয়। উপস্থিত ছিলেন নাসার আর্থ সায়েন্স বিভাগের ব্যবস্থাপক ড. শোভানা এস গুপ্তা, অ্যারো স্পেস প্রকৌশলী কেলি বার্ক, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ অ্যান্ড্রু ডিনিও প্রমুখ।

উল্লেখ্য, ব্যাপক সমালোচনার পরও ‘টিম অলিক’-এর সদস্যদের ছাড়াই যুক্তরাষ্ট্র সফরে গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আট সদস্যের সরকারি-বেসরকারি প্রতিনিধিদলটি।

মন্তব্যসাতদিনের সেরা