kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

হুয়াওয়ের ওএস হবে অ্যানড্রয়েডের চেয়েও দ্রুতগতির

টেক প্রতিদিন ডেস্ক   

১১ জুলাই, ২০১৯ ১১:১৮ | পড়া যাবে ১ মিনিটেহুয়াওয়ের ওএস হবে অ্যানড্রয়েডের চেয়েও দ্রুতগতির

গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের তুলনায় হুয়াওয়ের ‘হংমেং ওএস’ প্রায় ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান রেন জেংফেই। তিনি জানান, শুধু নতুন অপারেটিং সিস্টেমই নয়, নিজস্ব অ্যাপস্টোর তৈরিতেও কাজ করছে হুয়াওয়ে। স্থানীয় এবং আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য দুই সংস্করণে অপারেটিং সিস্টেম আনবে হুয়াওয়ে।

চীনে অপারেটিং সিস্টেমটির নাম ‘হংমেং ওএস’ হলেও বিশ্বজুড়ে পরিচিত হবে ‘হুয়াওয়ে এআরকে ওএস’ নামে। সব কিছু ঠিক থাকলে আগস্ট মাসে হুয়াওয়ের ডেভেলপার সম্মেলনে নতুন অপারেটিং সিস্টেমটি উন্মোচন করা হতে পারে। হুয়াওয়ে জানিয়েছে, অপারেটিং সিস্টেমটি কাজে লাগিয়ে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইসও ব্যবহার করা যাবে।

সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা