kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

চোখের নড়াচড়া শনাক্ত করবে চশমা

টেক প্রতিদিন ডেস্ক   

৯ জুলাই, ২০১৯ ১১:২৮ | পড়া যাবে ১ মিনিটেচোখের নড়াচড়া শনাক্ত করবে চশমা

ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করে সামনে বা দূরের ছবি দেখাতে সক্ষম চশমা আবিষ্কার করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের দাবি, ‘অটোফোকাস’ প্রযুক্তিনির্ভর চশমাটিতে বিশেষ ধরনের কাচ ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করতে পারে।

অর্থাৎ ব্যবহারকারীরা সামনে বা দূরের কোন বস্তু দেখতে চায়—তা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে সেই বস্তু স্পষ্টভাবে দেখাবে। ফলে বর্তমানের মতো সামনে বা দূরের ছবি দেখার জন্য চশমায় আলাদা দুটি অংশ ব্যবহার করতে হবে না।

সূত্র : এনগ্যাজেট

মন্তব্যসাতদিনের সেরা