শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা
২০২১ সালের মধ্যে দেশজুড়ে ১২ লাখ শিশু-কিশোরকে অনলাইনে নিরাপদ থাকার প্রশিক্ষণ দেবে গ্রামীণফোন, টেলিনর গ্রুপ ও ইউনিসেফ। এ বিষয়ক একটি প্রকল্প পরিচালনায় অংশীদারি চুক্তি করেছে তারা। প্রকল্পের আওতায় শিশু-কিশোরদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।
এ বিষয়ে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডারা জনস্টন জানান, বাংলাদেশের শিশুদের সুরক্ষিত এবং সব ধরনের সহিংসতা, নিগ্রহ ও অপব্যবহার থেকে মুক্ত রাখতে কাজ করছে ইউনিসেফ। শিশুদের অবশ্যই দক্ষতা অর্জন করে নিরাপদে ইন্টারনেট ব্যবহারে সক্ষম হতে হবে। আমরা আশা করি, এই অংশীদারি শিশুর অনলাইন সুরক্ষা সম্পর্কে সহায়তা করবে।
মন্তব্য