kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

সিনেমার টিকিট ও রেস্তোরাঁয় বুকিং দেবে অ্যালেক্সা

টেক প্রতিদিন ডেস্ক   

১৬ জুন, ২০১৯ ১১:২৬ | পড়া যাবে ১ মিনিটেসিনেমার টিকিট ও রেস্তোরাঁয় বুকিং দেবে অ্যালেক্সা

মুখের কথায় পছন্দের সিনেমার টিকিট ও রেস্তোরাঁয় টেবিল বুকিং দেবে অ্যালেক্সা। চাইলে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়িও ভাড়া নেওয়া যাবে। ফলে নির্দিষ্ট সাইট বা অ্যাপ ব্যবহারের ঝামেলা থেকে মুক্তি পাবেন অ্যামাজনের ডিজিটাল সহকারী সেবাটির ব্যবহারকারীরা। বিষয়টি স্বীকার করে অ্যালেক্সার ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বিজ্ঞানী রোহিত প্রসাদ জানিয়েছেন, ফিচারটি চালুর জন্য এরই মধ্যে টিকিট ও রেস্তোরাঁ বুকিং সেবা প্রতিষ্ঠানের পাশাপাশি উবারের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। সব কিছু ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই ফিচারটি চালু করা হবে।

উল্লেখ্য, অ্যালেক্সাযুক্ত ডিভাইসের সামনে কোনো প্রশ্নের উত্তর বা তথ্য জানতে ব্যবহারকারীর মুখের কথাই যথেষ্ট। ব্যবহারকারীদের নির্দেশ পেলেই সরাসরি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য বিনিময়সহ সংযোগ স্থাপনও করতে পারে কণ্ঠস্বর নিয়ন্ত্রিত ডিজিটাল সেবাটি। এমনকি রিমোটের বদলে নির্দিষ্ট মডেলের টেলিভিশনও নিয়ন্ত্রণ করতে পারে।

সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা