kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

মাইক্রোসফট ক্লাউড ইনোভেশন সামিট

ব্যবসা রূপান্তরে ক্লাউড প্রযুক্তি

টেক প্রতিদিন ডেস্ক    

১ মে, ২০১৯ ১১:৩০ | পড়া যাবে ১ মিনিটেব্যবসা রূপান্তরে ক্লাউড প্রযুক্তি

ব্যবসাপ্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে ইন্টেলিজেন্ট ক্লাউড প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে ঢাকায় হয়ে গেল মাইক্রোসফট ক্লাউড ইনোভেশন সামিট। দিনব্যাপী এ সম্মেলনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইন্টেলিজেন্ট বিজনেস সলিউশনসের ভূমিকা এবং আধুনিক ব্যবসা পরিচালনায় ক্লাউড প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। ব্যবসাপ্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তরে মাইক্রোসফটের ক্লাউড সলিউশন সেবা ‘মাইক্রোসফট ৩৬৫’, ‘ডাইনামিকস ৩৬৫’ এবং ‘মাইক্রোসফট অ্যাজুর’-এর কার্যকারিতা নিয়েও আলোচনা হয়। বক্তব্য দেন মাইক্রোসফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ, মাইক্রোসফট এসইএএনএমের চিফ মার্কেটিং অ্যান্ড অপারেশনস লিডার জাইদ আলকাধি প্রমুখ। সম্মেলনে সাড়ে তিন শরও বেশি ডেভেলপার, উৎপাদন ও আর্থিক সেবা খাতের ব্যাবসায়িক নেতৃবৃন্দের পাশাপাশি মাইক্রোসফটের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে টগি সার্ভিসেস লিমিটেডসহ মাইক্রোসফটের অন্য পার্টনার প্রতিষ্ঠানগুলো নিজেদের প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে।

মন্তব্যসাতদিনের সেরা