kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

এবার শাওমির স্মার্ট বাল্ব, চলবে অ্যাপের মাধ্যমে

কালের কণ্ঠ অনলাইন   

২৬ এপ্রিল, ২০১৯ ১৩:৫৯ | পড়া যাবে ১ মিনিটেএবার শাওমির স্মার্ট বাল্ব, চলবে অ্যাপের মাধ্যমে

স্মার্ট ইন্ডাকশন কুকার আর স্মার্ট রাইস কুকারের পর এবার স্মার্ট বাল্ব এনেছে চীনের টেক জায়ান্ট শাওমি। গত বুধবার ভারতে আনা হয়েছে শাওমি এমআই লেড স্মার্ট বাল্ব। আজ শুক্রবার থেকে ভারতের বাজারে এই স্মার্ট বাল্বের বিক্রি শুরু হবে।

সংস্থার দাবি, ১ কোটি ৬০ লক্ষ রং সাপোর্ট করবে এই স্মার্ট বাল্ব, চলবে ১১ বছর। স্মার্টফোনের অ্যাপের সাহায্যেই এই স্মার্ট বাল্ব চালু বা বন্ধ করা যাবে, বদলানো যাবে আলোর রং। এ ছাড়াও, বাল্বের উজ্জ্বলতাও (ব্রাইটনেস) নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন থেকেই। শাওমির এই স্মার্ট এলইডি বাল্বে রয়েছে গুগল অ্যাসিস্টেন্ট আর আমাজন অ্যালেক্সা'র সাপোর্ট। এমআই হোম অ্যাপ থেকেই এই স্মার্ট এলইডি বাল্ব নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, অ্যাপের সাহায্যে এই বাল্ব কখন অন বা অফ করবেন সেই সময়সূচিও ঠিক করা যায়।

শুক্রবার প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বাল্বের বিক্রি শুরু করবে শাওমি। জানা গেছে, ‘ক্রাউডফান্ডিং’ এর মাধ্যমে স্মার্ট বাল্বের বিক্রি শুরু করবে সংস্থা। আর তখনই এর দাম জানা যাবে।
সূত্র: জি নিউজ

মন্তব্য