kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

কালের কণ্ঠ অনলাইন   

২৬ মার্চ, ২০১৯ ১১:০১ | পড়া যাবে ১ মিনিটেস্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল এই ডুডলটি চালু করেছে।

ডুডলের ছবিতে দেখা যায়, তিনজন মাঝি তিনটি নৌকা বাইছে। এর মধ্যে দুইটি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে কেবল একজন মাঝিকে দেখা যায়।

আজ সারাদিন গুগল ডটকমে ঢুকলেই চোখে পড়বে না লাল-সবুজের ভেতরে নৌকায় মাঝিদের ছবি দিয়ে দৃষ্টিনন্দন এই ডুডলটি। এতে মার্ক করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০১৯’। আর তাতে ক্লিক করলেই বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাবে গুগল।

মন্তব্যসাতদিনের সেরা