kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

স্টার্ট আপদের জন্য কাজ করবে যুক্তরাষ্ট্রের ফাউন্ডার স্পেস

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৯ ১৬:১৭ | পড়া যাবে ১ মিনিটেস্টার্ট আপদের জন্য কাজ করবে যুক্তরাষ্ট্রের ফাউন্ডার স্পেস

বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ ও  যুক্তরাষ্ট্রর ফাউন্ডার স্পেস এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে স্বাক্ষরিত ওই সমঝোতার আওতায় বাংলাদেশের স্টার্ট-আপদের সার্বিক সহযোগিতা দেবে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডার স্পেস বিশ্বব্যাপী স্টার্ট-আপদের মেন্টরিং করে। এছাড়া তারা তাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ফান্ড পেতেও সাহায্য করে। প্রতিষ্ঠানটি অনলাইনে কিংবা ফিজিক্যালি এসব সাহায্য করে থাকে। বাংলাদেশের স্টার্ট-আপদের সাথে ফাউন্ডার স্পেস এর সুদূরপ্রসারী সম্পর্ক সৃষ্টি করা এই সমঝোতার অন্যতম লক্ষ্য। 

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি, ফাউন্ডার স্পেস এর চেয়ারম্যান স্টিভ হফম্যান প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা