kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

‘প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে’

কালের কণ্ঠ অনলাইন   

২৫ জানুয়ারি, ২০১৯ ১৮:৫৬ | পড়া যাবে ১ মিনিটে‘প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে’

প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন আরেকটি যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে 'ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে'র অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। চীনা এই উদ্যোক্তা বলেন, প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তনের কারণে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়।

বর্তমান বিশ্ব তৃতীয় বৈপ্লবিক পরিবর্তনের সময় পার করছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছি।

একইসঙ্গে, বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে, উন্নয়নশীল দেশগুলোকে সম্পৃক্ত করার ওপরও জোর দেন জ্যাক মা।

মন্তব্যসাতদিনের সেরা