kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

রোহিঙ্গা বিদ্বেষ ছড়ানো রুখতে ব্যর্থ ফেসবুক

কালের কণ্ঠ অনলাইন   

৭ নভেম্বর, ২০১৮ ০৯:৪০ | পড়া যাবে ২ মিনিটেরোহিঙ্গা বিদ্বেষ ছড়ানো রুখতে ব্যর্থ ফেসবুক

ছবি অনলাইন

মিয়ানমারে রোহিঙ্গারা সহিংসতার শিকার হওয়ার পাশাপাশি অনলাইনেও ব্যাপক রোহিঙ্গাবিদ্বেষী পোস্ট ছড়িয়ে পড়ে। যার বিপুল অংশ ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তবে সেসব বিদ্বেষমূলক পোস্ট সরাতে তেমন ভূমিকা রাখেনি ফেইসবুক।

সোমবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সসিকোভিত্তিক অলাভজনক সংস্থা বিজনেস ফর সোশাল রেসপনসিবিলিটি বা বিএসআর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ফেসবুকও বিষয়টি স্বীকার করেছে।

রিপোর্টে বলা হয়, ফেইসবুক মিয়ানমারে রোহিঙ্গা ও এমন সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে নিয়ে আক্রমণাত্মক সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে বিভিন্ন সংস্থার সতর্কতার আলোকে যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

এক ব্লগ পোস্টে ফেইসবুকের পণ্য নীতিমালা ব্যবস্থাপক অ্যালেক্স ওয়ারফকা বলেন, “এই প্রতিবেদনের শেষে বলা হয়, এই বছরের আগ পর্যন্ত আমরা অফলাইন সহিংসতা ছড়ানো ও বিভেদ উসকে দেওয়ার কাজে আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার রোধে যথেষ্ট কাজ করছিলাম না।

এরপর অবশ্য ব্যাপক সমালোচনার মুখে ফেসবুক কিছু পদক্ষেপ নিয়েছে। চলতি বছর আগস্টে মিয়ানমারের কয়েকজন সেনা কর্মকর্তার পেইজ সরিয়ে নিয়েছে ফেসবুক। ঘৃণামূলক ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এসব পেজ সরানো হয়।  

তবে ফেসবুকের সব ঘৃণামূলক পোস্ট সরানো সম্ভব হয়নি। ফেইসবুক এখন তাদের সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে। এজন্য মিয়ানমারের ৯৯জন ভাষা বিশেষজ্ঞ কাজ করছেন বলে জানিয়েছে ফেসবুক।

মন্তব্যসাতদিনের সেরা