kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

ইউটিউবারদের জন্য অ্যাডবির সম্পাদনা অ্যাপ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৮ ১১:১৬ | পড়া যাবে ১ মিনিটেইউটিউবারদের জন্য অ্যাডবির সম্পাদনা অ্যাপ

ছবি অনলাইন

ভালোভাবে ভিডিও সম্পাদনার অভাবে অনেকেই ইউটিউবের ভিডিও আপলোড করে সুবিধা করতে পারে না। তবে এবার তাদের জন্য বিশেষ সুবিধা হবে ‘প্রিমিয়ার রাশ সিসি’ নামের অ্যাপের কারণে।

সহজে মানসম্পন্ন ভিডিও সম্পাদনার সুযোগ দিতে ইউটিউবারদের জন্য নতুন অ্যাপ এনেছে অ্যাডবি।

‘প্রিমিয়ার রাশ সিসি’ নামের অ্যাপটি কম্পিউটারের পাশাপাশি আইওএস সংস্করণে চলা ডিভাইসেও ব্যবহার করা যাবে। অ্যাডবি জানিয়েছে, অ্যাপটি কাজে লাগিয়ে তৈরি ভিডিওগুলো ফেইসবুকের পাশাপাশি স্ন্যাপচ্যাট, ইনস্ট্রাগ্রাম, টুইটার ও ভিমোতেও পোস্ট করার সুযোগ মিলবে।

আগামী বছর অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম উপযোগী আলাদা সংস্করণ উন্মুক্ত করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা