kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ড্রোনের মাধ্যমে ইন্টারনেট বিস্তারের প্রকল্প বাদ দিল ফেসবুক

কালের কণ্ঠ অনলাইন   

২৮ জুন, ২০১৮ ২০:৪৬ | পড়া যাবে ১ মিনিটেড্রোনের মাধ্যমে ইন্টারনেট বিস্তারের প্রকল্প বাদ দিল ফেসবুক

ছবি অনলাইন

ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সৌরশক্তিচালিত ড্রোন দিয়ে ইন্টারনেট পৌঁছে দেওয়ার একটি উচ্চাভিলাসী প্রকল্প নিয়েছিল ফেসবুক। তবে নানা সীমাবদ্ধতার কারণে এ প্রকল্প বন্ধ করে দিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

পরীক্ষামূলক অবস্থায় এই প্রকল্পটি নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। ইন্টারনেট ড্রোনের পাখা ভেঙ্গে গিয়ে মাটিতে পড়ে যায়। মরুভূমিতে বিধ্বস্ত হয় সৌরচালিত ড্রোনটি। এছাড়া ড্রোনের মতো সংবেদনশীল প্রযুক্তিতে ফেসবুকের অনভিজ্ঞতাও স্পষ্ট হয়।

২০১৪ সালে অ্যাকুইলা ইন্টারনেট ড্রোন প্রকল্প চালু করেছিল ফেসবুক। সম্প্রতি নিজেদের কোডিং সাব সাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকল্পটি বন্ধ করার তথ্য জানিয়েছে ফেসবুক।

তবে প্রকল্পটি বন্ধ করে দিলেও ভবিষ্যতে ফেসবুক এয়ারবাসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করতে পারে বলে জানিয়েছে। সেক্ষেত্রে এয়ারবাসের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে ফেসবুক।

মন্তব্যসাতদিনের সেরা